আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
শঙ্খচূড়ের বিষফনায় অসুস্থ নিউরন
-----------------------------------------------------
(১)
গভীর চুলে রাত নেমে আসে
ক্রমশঃ আমার কাঁধে বরফাদৃত পর্বত উচু হয়ে দাঁড়ায়
এসো শেষবারের মতো গঙ্গোত্রী দেখি
তোমার হাত বিছানা পাতুক আমার পকেটে-- হাতেরা ঘুমাক
ঘুমানোর প্রাক্কালে সৃষ্টির গান ধরুক
এবং
------------------------------কঙ্কালের বুকে জল সমুদ্র হৌক
ঠিক এই স্বপ্নটাই দেখেছিলাম কিছুদিন আগে
(২)
সমুদ্রের বুক ফেঁপে উঠে আসে শঙ্খচূড়
ক্রমশঃ বিড় পাকায় নিউরনে, আমার বাঁ হাত এখন শঙ্খচূড়
ডান হাত খেয়ে ফেলি
কেননা;
এই হাতে বলাকা বানাই, এই হাতই শুয়েছিল পকেট বিছানায়
**************************************
---আল্লাইয়ার
১লা ডিসেঃ
-------------------------------------------------------------------------------
[কবিতাটি পড়ি এবং সেই হাত কেটে ফেলি যেই হাত বলাকা সরালো]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।