আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনী এক নম্বর ইশতেহারে রাজাকারদের বিচার করতেহবে



বছর ঘুরে আবার এলো বিজয়ের মাস ডিসেম্বর দেখতে দেখতে বাংলাদেশ নামের দেশটির আজ ৩৭ বছর শেষের পথে কিন্তু দেশটি এখনও কি পেয়েছে স্বাধীনতা,এখনও কি পেরেছে নিজেকে মুক্ত করতে রাজাকার আর দোসরদের কাছ থেকে?ভাবতে অবাক লাগে আজ ক্ষমতার মোহে আমরা আতাঁত করি সেই সব দেশ বিরোধীর সাথে। যাহারা দেশের স্বাধীনতার বিরোধী ছিল। রাজাকারেরা বাংলাদেশের পতাকাবাহী গাড়ীনিয়া বীরদপে ঘুরে আর মুক্তিযোদ্বারা ভিক্ষাকরে এবং রিক্সাচালায়। দেশে কি রাজাকারদের বিচার কখনও হবেনা??আমি অনুরোধ করবো স্বাধীনতার পক্ষের দলগুলোকে তাদের নির্বাচনী এক নম্বর ইশতেহারে রাজাকারদের বিচার করা হবে উল্লেখ করতেহবে।আমরা কি পারিনা রাজাকাদের বর্জন করে দেশের মুক্তিযোদ্বাদের কে ভালবাসতে.............ভালবেসে তাদেরকে মর্যদা দিতে!!!! কবিতার ভাষায় বলতে হয় আমাদের দেশে আসবে সেই দিন কবে, রাজাকারদের বিচারকরণে সবদল কহবে, থাকবেনাকো রাজাকার আর এই দেশে, দেশ পাবে প্রকৃত স্বাধীনতা অবশেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.