আমাদের কথা খুঁজে নিন

   

চেতনায় একুশ(০৭/০২/১৯৮৬) মরহুম গাজী ফরিদ আহমেদ

FROM MIRPUR DHAKA

আজ আমার মন আচ্ছন্ন হয়ে আছে শুধু একুশের চেতনায়, প্রবল ভাবে অবনত হয়ে আসে সমস্ত দেহ, মন একুশের শোকাবহ স্মৃতির প্রতি প্রতি মুহুর্তে অনুভব করি সেই সকল মুখরিত দিন গুলি, সংগ্রামে আর শোকে শোকে মুহমান জনতার প্রবল ঢল রুখতে ব্যর্থ পুলিশ গুলি চালালো নৃশংসতায় একরাশ লাল শিমুল, ঝড়ে পড়লো কালো পিচ ডালা পথের উপরে আজও রক্ষিত আছে, সে ফুল, আমার মনে প্রতিটি একুশেই ছড়িয়ে দেই স্মৃতির মিনারে সেই পিচ ঢালা পথের উপরে আবার সঞ্চিত হয় সেই ফুল, আমার চেতনায় আবার আরেক একুশের তরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।