আমাদের কথা খুঁজে নিন

   

চেতনায় যাতনা

অসীম চেতনায় যে চেতনা অবচেতন। ।

এই পোস্ট টি ইতিমধ্যে দুই বার মুছে দিয়েছে করতিপক্ষ , জানি না কেন। মনের কথা প্রকাশ করা কি এতটায় অন্যায় ???

উদ্বেক , উৎকণ্ঠা আর আশঙ্কা সমগ্র দেশেই, যদিও আওয়ামী মিডিয়া গুলো প্রাণান্তকর চেষ্টা করেই যাচ্ছে চোখে কালো কাপড় বাঁধার । আবেগ আর বিবেক সবেই কেমন জানি পানশে হয়ে যাচ্ছে।

মনে হচ্ছে ধীরে ধীরে সব অনুভূতি মুছে যাচ্ছে , চেতনা মানুষ কে এতটা পশু করে জানা ছিল না। আজকে ঝিনাদহের শহীদ এনামুল হক ভাইয়ের হাঁসি মাখা চেহারা টা বার বার মনের পর্দায় ভেসে আসছিল । মনেই হচ্ছিল না, উনি না ফেরার দেশে চলে গেছেন , মনে হসচ্ছিল তিনি ক্লান্ত হয়ে পরম সুখে একটু নিদ্রায় গা এলিয়েছেন ।
সরকার কি পরিকল্পনা করে এগুচ্ছে , বুঝতে অসুবিধা হচ্ছে না। জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ কে এইভাবে পরিকল্পনা করে ক্রস ফায়ারের সাজানো ফ্লপ নাটকে ফেলে হত্যা করে জামায়াতকে একশানে আনতে চাচ্ছে কিংবা জামায়াত গাঁ ডাকা দিয়ে আন্দোলন চালালে সরকার সেই সুযোগে জামায়াত কে নিষিদ্ধ সহ যা যা করার পরিকল্পনা অনুযায়ী সবেই করতে বেগ পেতে হবে না।

এই সমস্ত বস্তা পচা নাটক জনগন বহু আগেই পত্তাক্ষান করেছে । জামায়াত কে নিয়ে হাসিনার এই খেলা বুমেরাং হবে এবং আল্লাহ উত্তম পরিকল্পনা কারী বলেই আমাদের বিশ্বাস ।
শুধু জামায়াতে ইসলামী নয় ইসলামী আদর্শে বিশ্বাসী কোন দলেই বাক্তি নির্ভর নয় , একটা শাশ্বত আদর্শ নির্ভর । ইমান আনলেই যদি আল্লাহর নৈকট্য বা সত্যিকার মুসলিম হওয়া যেত তবে মহান স্রষ্টা এটা বলতেন না ""ইয়া আয়্যুহাল লাজিনা আমানু উদখুলু ফি সিল্মি কা'ফফা"" আভিধানিক অর্থ এইরকম দাড়ায় ঃ হে ইমানদারগণ পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো বা নিজেকে পুরোপুরি সমর্পণ করো বা সত্যিকার মুসলিম হও। এখন কথা হচ্ছে ইমান আনলেই ত হয়ে গেল পাক্কা মুসলিম হয়ে গেলাম তাহলে আবার স্রষ্টা কেনবা এই কথা বললেন কোরআনে ?? এখানেই সেকুলারদের সাথে ইসলামিক আদর্শের মৌলিক দ্বন্দ্ব ।

আর শুধু মাত্র নিজেদেরকে মুসলিম ঘোষণার অপরাধেই জামায়াতে ইসলামির নেতা কর্মীদের উপর এই বর্বর হত্যাযজ্ঞের পরিকল্পনা ।
গত পরশু আব্বুর সাথে মোবাইলে কথা হচ্ছিল। ছোট বেলায় দেখতাম, আব্বু একটু আওয়াজ করে বকা দিলেই আম্মু বলত "তোমার কথা শুনেই বুঝা যায় তুমি জাসদ করতা, ওইটা ছিল আব্বুকে সায়েস্তা করার আম্মুর একটা অস্র, কিন্তু তখন বুঝতাম না জাসদ কেন করতেন আব্বু। পরে বড় হওয়ার পর আব্বু বলছিল জাসদে যোগ দেওয়ার পটভূমি এবং চট্টগ্রাম সিটি কলেজে পড়াকালীন সময়ে মুজিবের আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন ও যুদ্ধ পরিবর্তী সময়ে রক্ষীবাহিনীর ভয়ে ৬ মাস বাড়ী ছাড়া হয়ে থাকা সহ বিভিন্ন অপারেশনে অংশগ্রহনের রোমাঞ্চকর ঘটনা সমূহ । যাই হোক , যে জন্য কথা গুলো বলা, আব্বু রা সাত ভাইয়ের মধ্যে আব্বু একমাত্র সাহস করে যুদ্ধে গিয়েছিল ।

অথচ আমার এই বাবা যখন গত পুরশু মসজিদে যাওয়ার পথে আমার সাথে কথা বলছিল , এবং আমি সব সময়ের মত মুক্তিযুদ্ধ ও জামায়াতের ভুমিকা নিয়ে আব্বুকে জিজ্ঞেস করছিলাম হঠাত আব্বু বললেন একটু পরে বল এটা বলে চুপ করে গেছেন, পরে জিজ্ঞেস করলাম কি হল, বললেন পাশেই এক আওমিলিগার যাচ্ছিলো। আমি অবাক হলাম না, পাক বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে তারাই আজ নিজ দেশে ভয়ে চুপসে গেচে। হাসিনাকে বাহবা দিতেই হবে, কিছু না হোক অন্তত সবার মনে জেল জুলুম আর ক্রস ফায়ারের ভয় দিতে পেরেছে।
যে কথা দিয়ে শুরু করেছিলাম, উৎকণ্ঠা আর শঙ্কা , প্রতিটি ঘরে ঘরেই সবাই ভয় আর শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। এখন হাসিনা বিরোধী হলেই তাকে রাজাকার বানানো আর স্বাধীনতা বিরোধী বলা চরম লাভবান একটি বিজনেস !!!
তারেক ভাইয়ের পর আজকে আরও তিন জনকে ক্রস ফায়ারের সাজানো নাটকে মেরে ফেলা হয়েছে।

এত লাশ আর এতিম পরিবারের আহাজারি কি হাসিনার কান পর্যন্ত পছেবে ??? !!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।