আমাদের কথা খুঁজে নিন

   

চেতনায় সব জট বাঁধা



সমুদ্রের বুকে ৮ তলা জাহাজের ছাদে সাধারনত কেউ উঠে না, কিন্তু আমার মন খুব খারাপ থাকায় আনমনে উপরে উঠতে উঠতে- একেবারে জাহাজটির ছাদে উঠে পড়লাম! শেষ বিকেলের আলোর সামনে দেখি স্নিগ্ধ আলো করে- এক তরুনী বসে আছে।সেই তরুনীটির নাম হিমি ! আমি তার আলোতেই বেশী আকৃষ্ট হলাম। আমার মনে যুগে যুগে কত কী যে এসে জমা হয়েছিল- তারা তাকে দেখে জেগে উঠলো।আমিও মিলিয়ে দেখলাম- ঠিক ঠিক মিলে যাচ্ছে।আমার মন জুড়িয়ে যাচ্ছে , আমি বুঝতে পারলাম। বাতাস দৌঁড়ে এসে হিমি'র চুল আর আঁচল উড়িয়ে দিল। হিমির চোখ আমায় বলে-তুমি আমার কাছে যখন আসো- তখন প্রকৃতির অনেক কিছুই যেন আমার কাছে ছুটে আসে। এমন কেন হয় বলতো? হিমি, গভীর মমতায় আমার হাত ধরে ,বুকের ভেরতটা শীতল করে দেয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।