একটা হাহাকার লইয়া জীবন ধারন....
কিছুদিন আগে ঢকার বাইরে ঘুরতে গিয়ে ছিলাম দুই বন্ধু আর এক বস... মাতাল খাচ্ছিলাম আর মাতাল আশর থেকেই হঠাৎ করে বেরিয়ে এলো বর্তমান সমাজ, সমাজ ব্যাবস্থা জাত ধর্ম ইত্যাদি এবং এর চলমান অবস্থা মাতাল ছিলাম সত্য, কিন্তু কতটা তা পরিমাপ করতে পারছিলাম না..। শরীরটাতে হালকা ঝিম ধরেছিলো বস এমন ভাবে উপস্থাপন করছিলো যে শরীরের প্রতিটা রক্ত কনিকা স্বাভাবিক গতি থেকে দ্বগুন গতিতে ছুটছিলো.। কি??? ভাবছেন মাতাল খাওয়ার কারনে শরীরের প্রতিটা রক্ত কনিকা স্বাভাবিক গতি থেকে দ্বিগুন গতিতে ছুটছিলো???? সত্য বলতে মিনিটের মধ্য মাতলামি কেটে গিয়েছিলো.... অনেক আলোচনা শেষে বস বলেছিলেন somewherinblog এর কথা, যে খানে স্বাধীন ভাবে বলার যায়. সাথে লেপটপ থাকার কারনে হোটেল রুম এ বসে সংযুক্ত হলাম somewherinblog ....
প্রথম লিখলাম ভালো কিছু লিখতে পারিনি তার পরেও মেঘাচ্ছন্ন বলেছেন: স্বাগতম.....আপনাকে, আমাদের এই ব্লগ পরিবারে.....। হাত খুলে লিখে যান...............ভালো থাকুন.....। শুভেচ্ছা রইলো.....। সত্যিই ভালো লেগেছে..... কিন্তু এত চেস্টা করেও ভালো কিছু লিখতে পারিনি হাজারবার চেস্টা করেছি আর হাজার বার লিখা মুছে ফেলেছি ব্লগে দেওয়ার সাহস পাইনি...... তবে হা আজ আর মুছে ফেলবো না........
ঢাকা শহরটা খুব ছোট্র একটা জায়গা আর এই ছোট্র শহরে প্রতিদিন রাস্তার পাশে পরে থাকা হাজার মানুষের চাহিদা বাবা একটা টাকা দে.... কখনওকি দেখেছেন ওদের খাবারের আইটেম গুলো খাবারের মান নিয়ে কোনো কথা আমি বলবোনা কারন খাবার টা-ই ওদের জন্য!!!!!!!!!!
সরকারি অফিস থেকে ১০ মিনিটের কাজ ২ঘন্টায় শেষ করে বাইরে এসে কাপুরেষের মত কুত্তার বাছ্ছা বলে গালি দেই......
ফকরুদ্দীন তার অফিস যাবে ৩০ মিনিটের রাস্তা ২০মিনিটে পার হতে হবে আর আমি শালা ১৫মিনিটের রোড ২ঘন্টা ৩০মিনিট লাগিয়ে অফিস পৌছে বসের সামনে মাথা নত করে দঃখিত বলা......।
রাতের বেলাতে শুয়ে আমার দেশকে নিয়ে আমার ভাবনা...। আমি আমার দেশকে ভালো বাশি সবচাইতে বেশি আমি হব আন্দোলনের অগ্রদুত দেশ আবার স্বাধীন হবে...... আমার দেশের রাস্তার মানুষ গুলো মাথা গুজার জায়গা পাবে, ১০ মিনিটের কাজ ১০ মিনিটে শেষ হবে.. ১৫মিনিটের রোড শেষ হবে১৫মিনিটে সমাধান হবে হাজার সমস্যার......। ঘুম থেকে জেগে এ যেনো ছেরা কাথার নিচে ঘুমিয়ে স্বপন দেখা ছাঢ়া অন্ন কিছু-ই নয়...।
বন্ধুর কাছে আবেদন আমি আন্দোলন করতে চাই আমি পারিনা আমার মনের ভাষা মনের মধ্যে চাপা পরে যায়... বন্ধু বলেছিলো আমার শব্দ ভান্ডারের অভাব..... আমি ব্লগে মন্তব্য কম করি কিন্তু অনেক ব্লগার ভাই বোনের ব্লগ আমি পরি, লেখার মধ্য এমন কিছু শব্দ যা শরীরের মধ্য শিহরন এর সৃস্টি করে....... আমি অশিক্ষিত কিন্তু তোমরা শালারা তো শিক্ষিত সৃস্টিকতা তো তোমাদের ক্ষমতা দিয়েছে তোমরা কেন চুপ করে আছো ?????????? আর একটা আন্দোলন করা যায়না????? আমরা আবার পারিনা সুন্দর করে সাজাতে আমাদের বাংলাদেশকে???????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।