অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।
গত ৩ মাসে দেশে ৪০৩ জন খুন হয়েছেন। এর মধ্যে গত ৩ মাসে ২২৬ জন যুবক খুনের শিকার হন। র্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে ২৩ জন।
নারী হত্যার স্বীকার হয়েছেন ৫৭ জন। নারী গৃহকর্মি খুনের শিকার হন ৬ জন। অন্যান্য বাহিনীর ক্রসফায়ারের শিকার হন ১৪ জন। স¤ক্স্রতি জাতীয় প্রেসকাবে আয়োজিত চারটি বেসরকারি সংস্থা তাদের জরিপে এসব সব তথ্য তুলে ধরেন। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টনারশীপ সেন্টার (বিডিপিসি), সাউথ এশিয়ান এলায়েন্স ফর পভার্টি ইরাডিকেশন (সাপি) বাংলাদেশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স গ্রুপ (বিএইচআরডিজি), নারী ও মানবাধিকার ফাউন্ডেশন (নামাফ)।
এতে সভাপতিত্ব করেন বিডিপিসির সভাপতি শফিকউল্লাহ। উপস্থিত ছিলেন রিয়াজ মাহমুদ, শামসুন নাহার রোজি, শিখা বসু প্রমুখ। দেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন, প্রতিবন্ধী নির্যাতন, এসিড সšাস অব্যাহত রয়েছে। ২০০৮ সালের প্রথম ছয় মাসে ৬৫টিরও বেশি এসিড সšাসের ঘটনা ঘটেছে। একই সময়ে ২৬৬ জন ধর্ষণের শিকার হয়েছে এবং ৬৮ জন বিচার বহির্ভুত হত্যাকান্ডের শিকার হয়েছে।
ঘরে বাইরে কোথাও তাদের দৈহিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ সম্মেলনে জানানো হয় সংখ্যালঘুদের উপর হুমকি, হামলা, হত্যা নির্যাতনসহ সংখ্যালঘু ও আদিবাসীদের বাড়িঘর জমিজমা দখল, মন্দির ও মুর্তি ভাংচুর ইত্যাদি সšাসী ঘটনা অব্যাহত রয়েছে, বরং জুলাই-সেপ্টেম্বর-০৮ এই তিন মাসে এসব ঘটনা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে নির্বাচনকে সামনে রেখে আগ্নেয়া¯ দ্বারা সšাস এবং শিাঙ্গণে সšাস ক্রমাগতভাবে বাড়তে শুরু করেছে। এটা প্রমাণ করে যে, ক্যাডাররা সক্রিয় হচ্ছে। অ¯ ব্যবসায়ীরা তৎপর হয়েছে।
জুলাই মাসে ১১ জন অ¯ ব্যবসায়ী ধরা পড়েছে। মোটরসাইকেল ব্যবসায়ীরা বলছেন তাদের বিক্রি ও পসার দুটোই বেড়েছে। এবার দেশের সামনে আর একটি নির্বাচন। ২০০১ এর নির্বাচন পরবর্তী ঘটনার আলোকে আগামী নির্বাচনে মানুষের নিরাপত্তা কেমন থাকবে সেটি একটি বড় প্রশ্ন। ২০০১ সালের সাধারণ নির্বাচনের পরে সংঘটিত ঘটনাবলীর কথা আমরা জানি, যা ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অত্যš পিড়াদায়ক, লজ্জাজনক একটি কালো অধ্যায়।
সে সময় সংখ্যালঘু, আদিবাসী ও দলিত শ্রেণীর নারী ও কন্যাশিশুর ওপর যে নারকীয় নির্যাতনের চিত্র তুলে ধরেন বক্তারা। সূত্র: সাপ্তাহিক সচিত্র সময়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।