আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাই বোমা হামলাঃ ক্রিকেটীয় দৃষ্টিকোণ

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

কিছুদিন আগে হয়ে যাওয়া মুম্বাইয়ের ভয়াবহ বোমা হামলার ব্যাপকতার কথা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। এতদিন পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলা ব্যাপারটি একেবারে নিত্যনৈমিত্যিক ব্যাপার হয়ে উঠেছিল। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভয়াবহ আকারে আছে আজ অনেকদিন। মুম্বাইয়ে সাম্প্রতিক বোমা হামলার কারণে এখন হয়তো ভারতও সেই দিকেই ধাবিত হচ্ছে।

এই বোমা হামলা ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক দিয়ে প্রচুর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, যদি ভারত সরকার শক্তহাতে পরিস্থিতির সামাল দিতে না পারে। তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেও এই বোমা হামলার কারণে সৃষ্ট ক্ষতি কম না। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বর্তমানে ভারত সফর করছে, সাত ম্যাচের ওয়ানডে সিরিজের পাঁচটি হওয়ার পর এই বোমা হামলার কারণে সিরিজের বাকি অংশ স্থগিত রেখে ইংল্যান্ড ক্রিকেট দল দেশে ফিরে যাচ্ছে। আগামী ৩রা ডিসেম্বর থেকে চ্যাম্পিয়নস লীগ ২০-২০ ক্রিকেট শুরু হওয়ার কথা ভারতে, সেটিও স্থগিত করা হয়েছে। আইসিএল ওয়ার্ল্ড সিরিজের বাকী অংশও স্থগিত করা হয়েছে।

ইংল্যান্ড এর একাডেমী দল বর্তমানে ভারত সফরে আছে, তাদের সফরও হয়তো যেকোন সময় স্থগিত হয়ে যেতে পারে। সর্বোপরি, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেও এই বোমা হামলার কারণে সৃষ্ট ক্ষতি কম নয়। এতদিন নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বিদেশী দলগুলো পাকিস্তানে যেতে চাইতো না। এখন যদি ভারতেও দলগুলো যেতে না চায়, তাহলে ব্যাপারটা সমগ্র ক্রিকেট বিশ্বের জন্য একটি হুমকিস্বরূপ। কারণ ক্রিকেট বিশ্বের সিংহভাগ অর্থের যোগান হয় ভারত থেকে।

আজ সকালে টিভিতে দেখলাম, ক্রিকেট উন্নয়নে ব্যয়কৃত প্রতি ১ ডলারের ৭৫ সেন্ট-ই আসে ভারত থেকে। সুতরাং এভাবে একের পর এক যদি ট্যুরগুলো বাতিল হয়, তাহলে সামনের দিনগুলোতে ক্রিকেট বিশ্বের জন্য একটি ভয়াবহ ভবিষ্যত অপেক্ষা করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।