মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... বেগুনী দাঁড়িয়ে ছিলাম বিষাক্ত বন - ভয়াল নদী'র জংশনে মরতে হবে কুমির কিংবা কেউটে সাপের দংশনে; কোত্থেকে এক মাতাল হাওয়া হঠাৎ এসে মন্ত্র দেয় - জয়-পরাজয় যা হবে হোক - তুই শুধু আজ অংশ নে !!! গাঢ় সবুজ আর কী বিচার করবে ওরা আদালতের দপ্তরে? সবাই যখন দেশের তরে আজকে এমন মত্ত রে; সত্য বিচার হবেই এবার - অপেক্ষা তো ঢের হল এবার তবে দেখা হবে শাহবাগের চত্বরে ! সোনালী এত্ত মানুষ এইখানে আজ -- কার ডাকা এই সমাবেশ? এই সোনালী মশাল মিছিল কার তরে? এ কার আদেশ? এমন ডাক যে রোজ আসে না, এই ডাকে তাই আসতে হয় ডাক দিয়েছে আজ আমাদের - সবুজ করুণ বাংলাদেশ ! [ঢাকা থেকে দূরে আছি। শাহবাগ থেকে দূরে... কিন্তু এই সময়ে এমন মহাযজ্ঞ থেকে দূরে থাকা কি বাস্তবিক কারও পক্ষে সম্ভব? আমরা সবাই কি মনে-প্রাণে ওখানে নেই আজ?]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।