ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
জলের অতলে খুঁজি এক জলরং ছবি
সবুজ শেওলা গুল্মলতা রূপের কাজল
আবিষ্ট চোখের মায়ায় ধ্যানের মুখচ্ছবি
কবে হারিয়েছে নাকছাবি জলের পরীর
অক্লান্ত ডুবুরী খুঁজি জলের গভীরে তাকে।
সোনাডাঙা বিলে যাই, কাজল দিঘিতে নামি
এক বুক ঢেউ ভাঙে পিপসার্ত উষ্ণ প্রাণ
সারারাত জলস্রোতে জলজ জীবের খলবল
ঘুমহারা চোখে আনে মদিরা নেশার বান।
যাহারে হারায়ে আমি খুঁজি দিঘির আঁচলে
সে আদল মিশে আছে সেই জলের কাজলে
প্রাণের অতলে খুঁজি জলরং ছবি এক
জলের পরীর মায়া চোখে মুগ্ধ ঘুরপাক!
১৩.০৫.২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।