জীবন যখন যেখানে যেমন
জীবনের শত স্বপ্ন,পড়ে আছে এলোমেলো হয়ে।
কখনো পারিনি আমি সে স্বপ্ন গুলো সাজাতে।
জীবনের হাজারো ব্যথা নীলাভ হয়ে আছে,
কখনো পারিনি আমি সে ব্যথা গুলো বোঝাতে।
কতটুকু কষ্ট হয়েছিল আমার,তোমায় হারিয়ে ফেলে,
আজও পারিনি আমি সে কষ্টের পরিমান জানাতে।
এ ভালবাসা হয়ত কোন জলরং ছবির মত??
লাল,নীল,বেগুনী রং বেরঙের সুখ-দুঃখ।
তার সংজ্ঞা বুঝে উঠার আগেই বোধয়,
ভালবেসে ফেলেছিলাম তোমায় !!!
তাই তো কোন এক মায়াবী হাওয়ায় কখন যেন,
উড়ে হারিয়ে গেল,আমার সব রঙিন পৃষ্ঠা গুলো।
জীবনের কত প্রহর অকারণ,চলে যায় এসব ভেবে।
স্মৃতিগুলো ভুলে থাকার মত সে অবসর পাইনি এখনো।
বৃষ্টিহীনা আকাশপানে চেয়ে থেকে ঝাপসা করি চোখ।
তার কোণে জমে থাকে হৃদয়ের সব কান্না গুলো।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।