দাগ খতিয়ান নাইতো আমার/ঘুরি আতাইর পাতাইর...
দক্ষিণ এশিয়ার আধিপত্যবাদী শক্তিধর রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বোম্বাইর তাজ হোটেলে সন্ত্রাসী হামলার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি হুমকি দিয়েছেন। প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভুখন্ড ব্যবহারের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ''এসব বরদাস্ত করা হবেনা''। তার এই হুমকি পরোক্ষ বাংলাদেশ এর দিকে? নির্বাচনের আগে তার এই হুমকি অবশ্যই ভাবনার বিষয়।
আমরা ভারতে এই হামলার তীব্র নিন্দা জানাই। সহমমির্মতা জানাই নিরপরাধ আহত-নিহতদের পরিবারের প্রতি।
ধিক্কার জানাই হামলাকারীদের। কিন্তু সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রতিবেশী নিরীহ রাষ্ট্র'র প্রতি হুমকি আমাদের ভাবিয়ে তোলে। বারবার ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে আসছে। সরকারিভাবে বিভিন্ন সময় বলে আসছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠী এদেশে ঘাটি গেড়ে আছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে বাংলাদেশের ভুখন্ডে প্রবেশ করে জঙ্গি দমনের কথাও বলা হয়েছে ইতোমধ্যে।
বারবার আগ্রাসী হয়ে সীমান্তে রক্ত ঝরাচ্ছে বিএসএফ।
নিজেদের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা না করে যখন পার্শবর্তী দেশের প্রতি সহযোগিতা না চেয়ে তাদের হুমকি দেয়া হয় তখন আমাদের কলিজা কেপে ওঠে। মহা মতাধর রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর চোখ ফাকি দিয়ে রাষ্ট্রের প্রাণকেন্দ্রে সন্ত্রাসীরা ঢুকে পড়ে হামলা চালায় তারা তা আঁচ করতে পারেনা। অথচ দাপটের সঙ্গে পার্শবর্তী রাষ্ট্রের ভূমি ব্যবহারের অজুহাতে হুমকি ছুড়ে নিরাপত্তাহীনতায় ফেলে দেয়া হয় নিরীহ রাষ্ট্র, সরকার ও জনগণকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।