আমাদের কথা খুঁজে নিন

   

'টিপাইমুখ বাঁধের মাধ্যমে বন্যার অথবা নদীর পানি নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতের থাকবে।' -ভারতীয় হাইকমিশনার। এবার বলুন, এটা বাংলাদশের জন্যে উপকারী?



টিপাইমুখ বাঁধকে একটি জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বর্ণনা করে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, এর মাধ্যমে বন্যার অথবা নদীর পানি নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতের থাকবে। টিপাইমুখ বাঁধের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা হবে কিনা, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'টিপাইমুখ বাঁধ একটি জলবিদ্যুৎ প্রকল্প। পানি আটকেই এতে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে। তবে পানি আটকিয়ে রাখা হবে না। এতে বরং প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে।

তবে এর মাধ্যমে বন্যার অথবা নদীর পানি নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতের থাকবে। ' ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশসহ গোটা অঞ্চল সামাজিক-রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়বে বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ। এ বাঁধ হলে ভারত তাদের পছন্দমত পানি ছাড়বে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। অধ্যাপক মোজাফফর বলেন, টিপাইমুখে বাঁধ হলে ভারত তাদের ইচ্ছেমতো বাংলাদেশে পানি দেবে বলে তাদের ধারণা। এর ফলে শীতের সময় বাংলাদেশের নদীগুলো আরো শুকনো এবং বর্ষায় আরো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তুলবেন জানিয়ে মোজাফফর আহমদ বলেন, টিপাইমুখ ও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য পরিকল্পিত বাঁধ সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশ করতে হবে। সূত্রঃ Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.