মুম্বাই আক্রমণের খবর আর নতুন কিছু নয়,সকাল থেকে এখনো লাইভ দেখে যাচ্ছি এনডিটিভি,বিবিসি আর সিএনএনে। মোটামুটি হলিউডি সিনেমার মত ব্যাপার,এখনো বিস্ফোরণ হচ্ছে,গোলাগুলিও হচ্ছে হোটেল ওবেরয় আর তাজ এ। বিশাল হোটেল,কাজেই কমান্ডো বাহিনীও নিশ্চিত হতে পারছে না সন্ত্রাসীদের সঠিক সংখ্যা আর অবস্থান। নিহত এর মাঝেই ১২৫,আহত ৩১৭,তবে আরো যে বাড়বে সন্দেহ নেই। কাল রাত থেকে কার্যত মুম্বাই শহর সন্ত্রাসীদের দখলেই চলে গিয়েছিল,একযোগে ১০টা স্পটে হামলা।
এখন পর্যন্ত হোটেল ওবেরয় আর তাজে জিম্মি করা আছে অনেককে।
যাই হোক,ঘটনা চলতে থাকুক, এই সুযোগে আইসেন আমরা দেখি এই হামলাতে কাদের লাভ হইসে আর কাদের ক্ষতি। পয়লা লাভবান,আমেরিকা। এইবারে তারা সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ভারতে বেশ একটা ঘাঁটি গাড়তে পারবে বিনা কষ্টে,আর ভারতে প্রভাববিস্তার মানে উপমহাদেশ হাতের মুঠোয়। পরবর্তী লাভবান,ইসরায়েল।
এই ঘৃণিত দেশটা এর আগে তাদের মিত্র আমেরিকার পশ্চাতেও লাথি দিয়েছে বেশ কয়েকবার,আর দুনিয়ার কোথাও হামলা হলে যারা মুখ খোলে না সেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তীব্র ভাষায় টেরোরিস্টদের শায়েস্তা করতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দিয়াছেন,এই সুযোগে তাহারাও হয়তো এতদন্ঞ্চলে লেন্ঞ্জা প্রবেশ করাইবেন।
এরপর কাদের লাভ? বিজেপি,শিবসেনা আর আরএসএসের। সামনে নির্বাচন,আর এখন তারা উগ্র হিন্দুত্ববাদ আর মুসলিম বিদ্বেষ ছড়ানোর একটা সুবর্ণসুযোগ পেয়ে গেল,বুশ কিন্তু ৯/১১ দেখায়াই আবার ক্ষমতায় আসছিলো। এর মাঝেই হেডিং গুলা খিয়াল করেন সিএনএন আর বিবিসিতে,মুম্বাই ৯/১১!!! সাথে প্রতিক্রিয়া জানানোর ভাষাগুলাও দেখার মত,সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ,ডেকান মুজাহিদীন,আমরা বিশ্বকে নিরাপদ করবো,সন্ত্রাসবিরোধী লড়াইতে আমরা ইন্ডিয়ার সাথে আছি,ইত্যাদি ইত্যাদি। কেন জানি টুইন টাওয়ার হামলার পরবর্তী কনসিকোয়েন্সগুলা মনে পড়ে যাচ্ছে।
আচ্ছা,দেখা যাক আলটিমেটলি ক্ষতি হবে কাদের। কাদের আর? পয়লা বাম্বুটা যাবে ইনডিয়ার মুসলিমদের উপর দিয়ে,এরপর যাবে পাকিদের উপর (যদিও সেইটা খারাপ না,হেহেহে),এরপরে অন্য প্রতিবেশীদের উপর। যদি জিগান,আমার তাতে কি, তাইলে বলি, মারামারি চলতাসে হোটেল ২টায়,এর মাঝেই জনাব মনোমোহন সিঙ্গি প্রতিবেশী দেশগুলির প্রতি সন্দেহ এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করিয়াছেন। যেহেতু ২ দিন পরে পরেই তেনারা তাহাদের অভ্যন্তরীন বাম্বু খাওয়ার জন্য এই নিরীহ ভেতো বাংলাদেশীদের দায়ী করিয়া থাকেন,কাজেই তাহার এই কঠোর প্রতিবেশীসুলভ হুমকিতে একজন বাংলাদেশী হিসাবে আমার বুকে কাঁপন জাগিবে,তাতে আর আশ্চর্য কি?
[পুরাটাই কন্সপিরেসি থিওরি,আর হাতে আজকে সময়ও নেই,পরে হয়তো ফ্যাক্টে আসা যাবে। ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।