"লেখা কম, পড়া বেশি" ব্লগার
সবার মনেই থাকে শত রঙের শখ, কিন্তু কয়জন পারে তা পূরণ করতে? আমারও শখের শেষ নেই, তেমনি নেই সেই শখের পেছনে দেয়ার মত সময়, সুযোগ এবং কোন কোন ক্ষেত্রে সামর্থ। তাই বলে কি শখগুলো শুকিয়ে ঝড়ে যাবে? কখনোই না।
আমি যে বিষয় নিয়ে পড়ি, সে বিষয় বাদে দুনিয়ার তাবৎ বিষয়ে আমার আগ্রহ। ইন্টারনেটের যুগে প্রয়োজনীয় মেটেরিয়াল কোন বিষয়ই না। আমার অনেক গুলো শখের একটি হল ছবি আঁকা (যদিও তা ক্লাস খাতার মার্জিনেই সীমাবদ্ধ)।
এজন্য নেট থেকে বেশ কিছু বই নামিয়েছিলাম।
ব্লগার জেমিনির “যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক)” শীর্ষক পোষ্ট দেখে মনে হল সেগুলো ব্লগারদের সাথে শেয়ার করা দরকার। কারন অনেককেই এ বিষয়ে উৎসাহী দেখলাম । লিংকগুলো এখানে দিয়ে দিচ্ছি।
এখানকার ড্রয়িং এর বই গুলো হল “অ্যান্ডু লুমিস” এর, আর কিছু অ্যানাটমির বই আছে। অ্যান্ডু লুমিস-এর বইগুলোই আমার কাছে ভাল লাগে। এগুলো অনেক সহজ করে লিখা।
১.
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
Click This Link
২.
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
Andrew Loomis - Drawing the Head and Hands.rar
৩.
ফিগার ড্রইং-এর উপর একটি বই হল-
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
Andrew Loomis - Figure Drawing for all it's Worth.rar
৪.
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
Andrew Loomis - Successful Drawing.rar
৫.
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
Andrew Loomis - Creative.Illustration.rar
৬.
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
Andrew Loomis - Fun WIth a Pencil.rar
৭.
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
Andrew Loomis - Eye Of The Painter.rar
৮.
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
http://www.megaupload.com/?d=3RSMAM2J
৯.
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
Click This Link
১০.
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
Click This Link
১১.
একটা কার্টুনের বই হল-
এই বই ফ্রী ডাউনলোড করুন এখান থেকে
Click This Link
বইগুলো কাজে লাগলে জানাবেন। তাহলে শুরু করে দিন আঁকা-আঁকি -------
====================
এই পোস্টটের জন্য এই লেখাটির সাহায্য নেওয়া হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।