আলো অন্ধকারে যাই...
দারুন একটা ম্যাচ দেখলাম গতকাল রাতে। আইসিএল ওয়ার্ল্ড সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আইসিএল বাংলাদেশ হারালো আইসিএল ইন্ডিয়াকে। খুব টেনশান হচ্ছিলো শেষ ওভারে। ৬ বলে দরকার ১১ রান। এরকম অনেক পরিস্থিতিতেই প্রচুর ম্যাচ হেরেছে বাংলাদেশ।
শাহরিয়ার নাফিস পর পর দুই বলে ৪,৬ মেরে উড়িয়ে দিলেন টেনশান। হ্যাটস অফ টু ইউ নাফিস। দুর্দান্ত খেলেছেন কাল আপনি। আর কাপালিও যথারীতি তাঁর নামের সুবিচার করে খেললেন ৪৪ রানের ঝড়ো একটা ইনিংস।
অভিনন্দন ঢাকা ওয়ারিয়র্স/আইসিএল বাংলাদেশ টিমকে।
সেইসাথে আবারো জোড় দাবী তুলছি কাপালি, নাফিস, আফতাব সহ প্রতিভাবান অন্যান্য 'নিষিদ্ধ' ক্রিকেটারদেরকে আবারো জাতীয় দলের জন্য বিবেচনা করা হোক।
আর একটা কথা...বাশারকে অনেক স্মার্ট ক্রিকেটার বলেই জানতাম। জনগনের দুয়োধ্বণি শোনার আগেই যে উনার অবসর নেয়া উচিৎ, সেটা উনি বোঝেন না কেন ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।