রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
গান-বাজনা: আজকাল গান শোনার ভাল জায়গা এফএম রেডিও। আমার গাড়ীর মিউজিক সিস্টেম নষ্ট, কেবল রেডিও শোনা যায়। আর তাতে ইদানীংকার সব গানই শোনা হয়ে যায়। এখন আমি জেমস-এর গান শুনে মহা মুগ্ধ। জেমস-এর নতুন অ্যালবাম কাল যমুনা।
ভিন্ন ধরণের কিছু গান এখানে আছে। এমনিতে জেমস সুরে গায়। ভঙ্গীটাও পছন্দ হয়। তবে নতুন অ্যালবামের বন্ধু আমার আর মেয়ে গো-এই দুটি গান শুনে মহাহাহাহাহামুগ্ধ।
বন্ধু আমার চোখের দিকে
তাকিয়ে যদি বলতে পারিস
তুই আমাকে ভালবাসিস না
যদি বলতে পারিস ভালবাসা
শুধু আমার একার স্বপ্নে গাঁথা
আমি ভুলে যাবো মনের দুঃখটা.....
কথাগুলো এমন আহামরি কিছু না, কিন্তু গায়কীটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।
হিন্দী ছবির সপ্তাহ চালাচ্ছি: আমি এক সাথে অনেকগুলো ছবি দেখি। টানা একটা দেখি না, সময় হয়না। মুডের উপর নির্ভর করে ছবি বাছাই করি। আমি সব ধরণের ছবিই দেখি। এখন চলছে আমার হিন্দী ছবির সপ্তাহ।
প্রথম দেখলাম আমির। সন্ত্রাসবাদ নিয়ে ছবি। নির্মাণ ভাল, তবে মুসলমানদের সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে ছবি বলে ঠিক মন টানে না। তারপর দেখলাম জানে তু......। আমির খানের পরিবারের ছবি।
এন্টারটেইনিং ছবি। গল্প বলার স্টাইলটা ভাল। সময় কাটানোর জন্য বেশ ভাল একটা ছবি। তারপর দেখলাম রক অন। নতুন পরিচালক, পাত্র-পাত্রীরাও প্রায় নতুন।
ফারহান আখতারের প্রথম ছবি। অভিনেতা হিসেবে। এটাও সময় কাটানোর জন্য ভাল একটা ছবি। শুরু করেছিলাম এ ওয়েডনেসডে। শুরুটা ভালই মনে হলো।
কিন্তু ঘটনা সেই একই। সন্ত্রাসবাদ এবং মুসলমান। দেখবো কিন্তু মন খুব টানছে না।
এর বাইরে দেখছি পল নিউম্যানের কুল হ্যান্ডস লিউক। আরেকটা দেখছি দি পোস্টম্যান অলওয়েজ রিংস টোয়াইজ।
হট ছবি। গোপনে দেখতে হচ্ছে, সেই সময়টা তেমন পাচ্ছি না।
যা পড়ছি: আমার হাতে এখন পুজা সংখ্যা দেশ, আনন্দলোক ও আনন্দমেলা। আরো আছে ঈদ সংখ্যা প্রথম আলো ও অন্যদিন। সবার আগে আমি পড়ি আনন্দমেলার শীর্ষেন্দুর উপন্যাস, তারপর কাকাবাবু।
এবারের শীর্ষেন্দুন উপন্যাসটার নাম দেখছেন তো......উঁ (এর সাথে আরিফ জেবতিক বা প্রথম আলো ব্লগের কোনো সম্পর্ক নাই কিন্তু) । কবে যে সবগুলো শেষ করবত পারবো বুঝতে পারতাছি না। আর বাথরুমের জন্য আছে সুনীলের জীবন যে রকম। বিশ্বব্যাংক কাল বের করেছে দারিদ্র্য বিমোচন মূ্ল্যায়ন রিপোর্ট। পেশার কারণে সেটিও পড়বো।
শুনছি ছেলের কথা: তিন-চার দিন আগে রাতে ঘুমানোর সময় হঠাৎ করে আমার ছেলে, বয়স ২ বছর ৮ মাস, ওর মাকে বললো-'আম্মু তোমার জ্বালায় ঘরেই থাকা যায় না''। এই সংলাপ শুনে আমি মহামুগ্ধ। আমি ছেলেরে বললাম, বাবা এরই মধ্যে বুঝে ফেললা কেমনে?
ছেলের গর্বে আমি গর্বিত। যে কথা আমি বলতে পারলাম না সেই কথা ছেলে বলে ফেললো?? আজব তো.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।