আমাদের কথা খুঁজে নিন

   

জোৎস্নার জন্যে অপেক্ষা

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।

জোৎস্নার আলোতে তোমাকে নিয়ে যে পো্ট্রেইটটা এঁকেছিলাম খুঁজে পাচ্ছিনা । নারী তোমার বেদনা সেখানে ছিল অদ্ভুদ রকমের , অন্ধকারের নি:শব্দে কান্নার হাহাকার দুর হতে ভেসে আসত। আমি চারপাশে শুধু খুঁজে যাই , আজ এই যে ঝগড়ার কারণে তোমার নিভৃত প্রতিবাদ । তুমি কি ভেবেছ তাতে করে যুদ্ধপরাধীরা থেমে যাবে , ওরা ভেতরে ভেতরে অনেক দিন ধরেই ক্ষুর্দাত ।

দেখলে না যে আলো তোমার বুকে ফেলেছিলাম সেখানে ওদের র্নিলজ্জ বেহায়াপনা চোখের সে কি ইসারা? আঁধারে বাশঁঝাড়ে সাদা পাজামাতেই লোভে হাত মারতে তারা এতটুকু আপত্তি করেনি । তোমার পিঠে যে নীল কবিতাটা ছেপেছিলাম জোৎস্নায়, সেটাও ওরা চুরি করেছে । রেখে দিয়েছে ওদের ধার করা দ্বিতীয় কিংবা অলিখিত কোন সংখ্যার মত বোরখার তলে । তোমাকে হারালাম,কত বড় যে একটা কাজ ছিলে তুমি আমার- সে কেউ কোনদিন জানবে না । তাই , আবার আমার জোৎস্নার জন্যে অপেক্ষা ।

আর ওরা র্ধমের কথা বলেই যায়,অর্ধমের চর্চায় । এবং আমি মানুষ বলেই তোমার জন্যে অপেক্ষা করে যাই আবার একটা পোট্রেইট সৃষ্টি করব বলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।