আজ অফিস থেকে ফিরে পত্রিকার পাতায় একটা খবর দেখে মনটা খুব ভালো হয়ে গেল। বিতর্কিত পপ সম্রাট মাইকেল জ্যাকসন ধর্মান্তরিত হয়ে মীকাঈল নাম নিয়েছেন। আমরা সবাই মন থেকে তাকে ইসলাম এর ভুবনে স্বাগতম জানাই।
এই লোকটির প্রতি আমার সবসময় আলাদা একটা দুর্বলতা ছিল। তার কারনটা এইরকম:
আশির দশকের শুরুতে, আমার বাবা (প্রয়াত) বাংলাদেশ বিমান থেকে চাকুরী নিয়ে মধ্যপ্রাচ্যে চলে যান।
প্রথমবার যাওয়ার পর তিনি যখন একবছর পর দেশে ফিরলেন, তখন তিনি অন্য অনেক জিনিষের সাথে একটি ভিসিআর এবং অনেক ভিডিও ক্যাসেট নিয়ে এসেছিলেন। সেই সময়টাতে অনেক বাসায় রঙ্গীন টেলিভিশনও ছিলনা, ভিসিআর তো দূরের কথা। তদুপরি, আমাদের মত সাধারন মধ্যবিত্ত পরিবার সেসময় খিলগাঁওয়ের যে এলাকাটাতে আমরা থাকতাম, সেখানে পাড়া প্রতিবেশিরা তখন ভিসিআর এর কথা চিন্ন্তাও করতনা। যাই হোক, আব্বা যেই ক্যাসেটগুলো এনেছিলেন, তার মধ্যে ছিল মাইকেল জ্যাকসনের "থ্রিলার" যা তখন মাত্র রিলিজ হয়েছিল এবং সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল। আমি তখন এত ছোট যে এত কিছু তখন জানতাম না।
শুধু এটুকু বুঝতাম যে টিভিতে ওই গানগুলো চালিয়ে নাচানাচি করতে অনেক মজা লাগত। আর খুব গর্ব করে তখন সবাইকে বলতাম সেই কথা আর বাসায় এনে দেখাতাম। সবাই দল বেঁধে আমাদের বাসায় আসত ভিসিআর দেখতে। সেই শিশু বয়সের নিষ্পাপ অহঙ্কারের খোরাক যুগিয়েছল বলেই হয়তো রক গানের অন্ধ ভক্ত হয়েও আমার জ্যাকসনের ব্যাপারে সবসময় ভিন্ন একটা ভাল লাগা ছিল। আর তাই হয়তো আজকে যখন খবর পেলাম যে আমার পছন্দের সেই মানুয়টা আমার ধর্মে দীক্ষীত হয়েছে, সত্যি মনটা খুব ভাল হয়ে গেল।
আসুন আমরা মীকাঈলকে আমাদের ভুবনে স্বাগত জানাই! আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করেন এবং ইসলামের সেবা করার তৌফিক দেন... আমিন।
বিঃদঃ আমার এই লেখাটি নিছক আমার কিছু স্মৃতিচারন আর অনুভূতির বর্ননা। কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত দেয়ার ইচ্ছা আমার নেই। তবু যদি অজান্তে কেউ আহত হন, করজোড়ে নতশিরে ক্ষমা প্রার্থনা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।