আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার মাসকে আহলান-সাহলান স্বাগতম জানাতে মিডিয়াগুলো বোবা থাকে কেন?

ইসলামী শরীয়তের একটি অন্যতম উসূল হলো হক্ব বা সত্য জানা থাকা সত্ত্বেও যে বা যারা তা চুপিয়ে রাখে তারা হলো বোবা শয়তান। আর এমন বোবা শয়তানের প্রাদুর্ভাবে দেশ-বিদেশে শয়তানী কর্মকান্ডের কোনো কমতি নেই। নতুনবর্ষ শুরুর আগে, নেতা-নেত্রীদের জন্ম-মৃত্যুবার্ষিকী আসার আগে, এমনকি চৈত্র, বৈশাখ, ফাল্গুন আসার আগে সেগুলো হাইলাইট করে সপ্তাহ মাস পূর্ব থেকে পত্র-পত্রিকা মিডিয়া, বিভিন্ন দল-উপদল, ক্লাব, অনুষ্ঠানমালা, প্রবন্ধ-নিবন্ধের আয়োজন করে। এমনকি কথিত অমুক গেমস, তমুক গেমস, বিশ্ব গেমস সেগুলো নিয়েও ছয় মাস নয় মাস পূর্ব থেকে লেখালেখি-প্রচারণা শুরু হয়ে যায়। অথচ মুসলমানগণ উনাদেরকে যিনি মুসলমানিত্ব দিলেন, পবিত্র ঈমান দিলেন, পবিত্র দ্বীন ইসলাম দিলেন, পবিত্র জান্নাত দিলেন, রেযামন্দি দিলেন, যিনি মহান আল্লাহ পাক উনার মুহব্বত-মা’রিফাত দিলেন সেই হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুমহান বিলাদত শরীফ ও বিছাল শরীফ উনার মাস পবিত্র রবীউল আউওয়াল শরীফও যুগ যুগ ধরে আসে যায়- কিন্তু এটার যে আলাদা তাৎপর্য, খুছূছিয়ত, বৈশিষ্ট্য, মর্যদা-মর্তবা, ছাকীনা, রহমত আছে, সেই সম্পর্কে পত্র-পত্রিকা মিডিয়াগুলো কিংবা ওয়ায়েজীন বক্তাগণ কিছুই লেখে না, আলোচনা করে না। এখন প্রশ্ন হলো- কেন মিডিয়াগুলো পবিত্র রবীউল আউওয়াল শরীফকে আহলান-সাহলান স্বাগত জানাতে বোবা শয়তানের ভূমিকায় অবতীর্ণ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.