আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........
রহমত,মাগফিরাত এবং নাজাতের অমীয় বাতর্া নিয়ে আমাদের কাছে এলো মাহে রমযান । ইসলামের 5টি মৌলিক স্থম্ভের অন্যতম সিয়াম সাধনার এই রমযান । আল্লাহ পাক বলেন,'বান্দা আমার জন্য রোজা রাখে,আমিই এর পুরষ্কার দেব। '
আল্লাহ তাআলা বলেন ঃ "হে মুমিনগণ, তোমাদের ওপর রোযা ফরয করা হয়েছে, যেমন পূর্ববতীদের ওপরে ফরয করা হয়েছিল।
আশা করা যায় যে, তোমরা মুত্তাকী হবে। কতিপয় দিন, এসময় কেউ রোগাক্রান্ত হয়, তাহলে অন্যদিন গুলোতে রোযা রাখবে। "
হাদিস শরীফে আছে ঃ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি বিনা ওজরে/কারনে রমযানের একটি রোযাও পরিত্যাগ করবে, সে যদি এরপর সারা জীবন রোযা রাখে তথাপি তার তি পূরণ হবে না। "(তিরমিযী,নাসায়ী, ইবনে মাজাহ)
হাদিস শরীফে রোযার অনেক সওয়াবের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলার নিকট রোজার মর্তবা অতি বড়।
রোযা ইসলামের বড় একটি রোকন । যে রোযা না রাখিবে,সে মহা পাপী এবং তাহার ঈমান কমজোর হয়ে যাবে। রাসুলুল্লাহ (সাঃ) ফরমাইয়াছেন, যে ব্যক্তি রমযান শরীফের রোযা ঈমানের সাথে শুধু আল্লাহর সন্তুষ্টি এবং আখেরাতের সওয়াব লাভের আশায় রাখিবে, তাহার পূর্ববতর্ী সমস্ত গোনাহ মাফ হইয়া যাইবে। হাদিস শরীফে আছে ঃ রোযাদারের মুখের বদব ু(দর্ুগন্ধ) আল্লাহর নিকট মেশকের গন্ধ অপো অধিক প্রিয় । রোজ কিয়ামতের দিন রোযার অসীম সওয়াব পাইবে ।
হাদিস শরীফে আছে ঃ কিয়ামতের দিন অন্যান্য লোক যখন হিসাব-নিকাশের কঠোরতায় আবদ্ধ থাকবে, তখন রোযাদারের জণ্য আরশের ছায়ায় দস্তরখান বিছানো হইবে। তারা সানন্দে পানাহার করতে থাকবে। তখন অন্যান্য লোক আশ্চাযর্ান্বিত হয়ে বলবে,এ কি ব্যাপার ! তারা সানন্দে পানাহার করছে,আর আমরা এখনও হিসাবের দায়ে আবদ্ধ আছি! উত্তরে বলা হবে ঃ দুনিয়াতে তোমরা সানন্দে পানাহার করেছিলে, তখন তারা আল্লাহর উদ্দেশ্যে রোযা রেখে ুৎপিপাসার যন্ত্রনা সহ্য করেছিল।
বস্তুত কাফফারা দ্বারা রোযা ভাংগার গুনাহ মাফ হলেও রমযানের রোযার সওয়াব ও মর্যাদা লাভ করা সম্ভব হবেনা। আল্লাহ পাক আমাদের রমযানের পবিত্রতা রা করার ও রমযানের হক আদায় করার তওফিক দিন আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।