জামা নয় আকাশেরই পকেট থাকে অনেক। থাকে আয়ুর সমান ক্ষুদ্রতা
ক্ষুদির ঝনঝনানি বলো আর গগনবিদারী কনসার্ট বলো,
আসলে অনেক পালক ঝরলে তৈরী হয় মোমগলা রঙের সংকর।
তারপর সবদিকে অসংখ্য পথ, কলতান, ময়নাতদন্ত।
বেছে নাও চকলেক, ক্যন্ডি, ক্যথিড্রাল। কিন্তু রিপোর্ট চেও না--
আকাশও ক্রসফায়ারে ঝাঝরা হয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।