নিজের উপর বিরক্ত হই মাঝে মাঝে.....।
বিজ্ঞানীরা একটু পাগলাটেই হন । পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময়ও মনে থাকে না নিজেদের নিরাপত্তার কথা । অনেক সময় ঘটে যায় মারাত্বক সব দুর্ঘটনা । চলুন, পরিচিত হওয়া যাক এমন কিছু ব্যাক্তির সঙ্গে যাঁরা নিজের করা বৈজ্ঞানিক পরীক্ষা-নীরিক্ষার সময় দুর্ঘটনায় নিহত কিংবা গুরুতর আহত হয়েছেন ।
গ্যালিলিও গ্যালিলি (১৫৬৪-১৬৪২) - ইতালিয়ানঃ
টেলিস্কোপে যে সংস্কার আনেন গ্যালিলিও ,তা পৃথিবীবাসীর চোখে এই বিশ্বে খোলা পাতার মতোই উন্মক্ত করে দেয় । তবে একই সঙ্গে এটা ইতিমধ্যে দু্র্বল হয়র পড়া তাঁর দৃষ্টিশক্তি পুরোপুরি ধ্বংস করে দিতেও সাহায্য করে । পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে সূর্যের দিকে মাত্রাতিরিক্ত সময় তাকিয়ে থাকতে থাকতে তার রেটিনার অপূরনীর ক্ষতি হয় । বরন করে নিতে হয় অন্ধত্ব । জীবনের এই চারটি বছর এই দৃষ্টিহীনতা সঙ্গী করেই বেঁচে ছিলেন গ্যালিলিও ।
কার্ল উইলহেম শিলে (১৭৪২-১৭৮৬) - সুইডিশঃ
শিলে বেশ কিছু রাসায়নিক উপাদান এবং রাসায়নিক পদার্থ আবিষ্কার করেন। নিজের আবিষ্কারগুলোর গন্ধ শোঁকা এবং স্বাধ গ্রহণ করার বিপজ্জনক একটা অভ্যাসও গড়ে উঠে তাঁর। হাইড্রোজেন সায়ানাইড পরীক্ষা করার এবং এর স্বাধ কেমন জীবিত অবস্থায় বলে যাওয়ার বিস্ময়কর সৌভাগ্যর অধিকারী তিনি। তবে তাঁর এই সৌভাগ্য দীর্ঘস্থায়ী হয়নি। মার্কারির বিষক্রিয়ায় মারা যায় তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।