Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them. লেখা রেকর্ড করে রাখবে কলম কাগজে হাতে লেখা তথ্যকে সরাসরি কম্পিউটারে পড়ে শোনানোর স্মার্ট কলম বাজারে ছাড়ল প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লাইভ-স্ক্রাইব। এই কলমের সাহায্যে কাগজের লেখা রেকর্ড করে রাখা যায়। এরপর যখনই কলমটি কম্পিউটারে সংযোগ দেওয়া হয় তখনই গড়-গড় করে সবকিছু পর্দায় ডিজিটাল রূপে দেখিয়ে দিতে পারে। চাইলে পড়েও শোনাতে পারবে। এই কঠিন কাজটি সঠিকভাবে তুলে আনার জন্য কলমটির অবয়বে বসানো হয়েছে শক্তিশালী ন্যানো ক্যামেরা; যা লেখার সময় প্রতিটি আঁচড়কে লক্ষগুণ বিবর্ধিত আকারে দেখাতে পারে এবং প্রতিটি অবস্থান মেমোরিতে জমা রাখতে পারে।
ওয়াই-ফাই ও ইউএসবি পোর্ট সংবলিত এই কলম কিনতে চাইলে গুনতে হবে ১৭০ ডলার [২ গিগাবাইট স্টোরেজ], ২০০ ডলার [৪ গিগাবাইট স্টোরেজ] এবং ২৫০ ডলার [৮ গিগাবাইট স্টোরেজ]।
স্মার্টফোন নাকি চশমা জেমস বন্ডের চলচ্চিত্রে দেখানো প্রযুক্তিকেও পেছনে ফেলতে যাচ্ছে টেক প্রতিষ্ঠান ওকলে। জিপিএস, লাফঝাঁপ পর্যালোচনা কৌশল, কলার আইডি, ক্ষুদে বার্তা আদান-প্রদান, ব্লুটুথ_ কী নেই 'এয়ার-ওভেব স্নো গগলস' নামধারী এই চশমায়? এগুলো ছাড়াও শোনা যাবে গান, দেখা যাবে ভিডিও। গ্গ্নাসের বদলে আছে ৩৫.৫ সেন্টিমিটার মাপের পর্দা; যা জিপিএস ব্যবহার করে জানাতে পারবে পরিপাশর্ে্বর তাপমাত্রা, অবস্থান, বাতাসের গতিবিধির মতো গুরুত্বপূর্ণ তথ্য। ব্লুটুথের সাহায্যে সেতুবন্ধ গড়া যাবে স্মার্টফোনের সঙ্গে।
পড়া যাবে ক্ষুদে বার্তা, শোনা যাবে গান এমনকি ভয়েস কল। ৩১ অক্টোবর বাজারে আসা এ গগলসের দাম নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
ক্যামেরায় থাকছে ইন্টারনেট ভ্রমণে বের হয়েছেন। সঙ্গে আনা হয়নি পর্যাপ্ত পরিমাণ মেমোরি কার্ড। তাহলে কি ম্লান হয়ে যাবে ভ্রমণের সব আনন্দ? না।
ভ্রমণের আনন্দের সব মুহূর্ত সঠিকভাবে ধারণ করতে আছে ইন্টারনেট সুবিধাযুক্ত ক্যামেরা মিমটো। এই ক্যামেরা ৩০ সেকেন্ড পরপর ধারণ করা সব ছবি পাঠিয়ে দেয় ব্যবহারকারীর আগে থেকে লোড করে দেওয়া ক্লাউড ওয়েবসাইটে। স্থিরচিত্রের পাশাপাশি এইচডি কোয়ালিটির ভিডিও চিত্র ধারণ করেও এটি প্রেরণ করতে পারে। অবয়বের দিক থেকে ছোট ম্যাচ বাক্সের মতো দেখতে ক্যামেরাগুলোর দরদাম সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।