আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানী হত্যা মামলার রায়ে অমিয়কে নির্দোষ ঘোষণা

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার রায়ে অভিযুক্ত বিএসএস সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। অমিয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৮১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। বিএসএফের সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার দুপুরে বিবিসি বাংলা অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে বাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। রায়টি চূড়ান্ত ছাড়পত্রের জন্য বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হবে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সেনাবাহিনীর কোর্ট মার্শালের সমতুল্য বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট তাদের বিচার শেষ করেছে গতকাল। গত ১৩ আগস্ট এই বিচারকাজ শুরু হয়।
অমিয় ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল। ফেলানী হত্যার মামলায় সাক্ষ্য দিতে বাংলাদেশ থেকে তার বাবা ও মামা ভারতে গিয়েছিলেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.