আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট এক্সপ্লোরার কে বিদায় দিলাম!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
কদিন থেকেই সমস্যাটা দেখাচ্ছিলো! কোন কোন ওয়েবপেজ স্লো! আবার সামহোয়ারে রেটিং দেয়া যাচ্ছিলো না,কমেন্ট দিতে গেলে হ্যাঙ, আবার মাঝে মাঝে কিছু ওয়েব পেজে (ফেসবুকে) ইরোর দেখাতো পেজ হ্যাঙ হয়ে যেত আর মেসেজ দিতো 'Microsoft Visual C++ runtime error' আর কত সহ্য করা যায়! অনেকেই আগেই আমাকে মজিলা ব্যবহার ও এর সুবিধা সম্পর্কে বলেছিলেন, মাঝে ২টাই ব্যবহার করতাম, কিন্তু বাংলা ওয়েবপেজগুলোতে বাংলা লেখা ছোট দেখাতো আবার এক্সপ্লোরার এর মত অতটা পরিস্কারও হত না! তাই এক্সপ্লোরারই ব্যবহার করতাম! কিন্তু গতকাল থেকে ধৈর্য্যের বাঁধ, ভেঙ্গে গেছে, তাই আজ দেরি না করে মজিলা ফায়ারফক্স সেটআপ দিলাম! মানিয়ে নেবার চেষ্টা করছি! আপনারা যারা মজিলা ব্যবহার করেন, একটু জানাবেন কি এর কিছু টিপস এন্ড ট্রিক্স??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.