/
সিস্টেমটা তৈরি হয় অফুরন্ত শক্তির আধারের জন্য
অন্ধকারের কালো ডানা বিচ্ছুরিত আলোক বর্ণালীতে খাক
কার্বন শিস থেকে হিরক খন্ড,
আলসে বলে কিছু থাকবে না
ঢিমেতালা যন্ত্রের কোচর কোচর
থেমে যাওয়া শিল্পের রাসায়নিক মহড়া
চলবে এলিভেটর, দুরন্ত মেশিনের শোঁ শোঁ সাঁই সাঁই
ধা ধা করে গ্রহটা ঘুরবে
উন্নয়ন পতাকার ষোল আনা মালিকানায়
বিস্ফোরন।
সিস্টেমের কর্মকর্তারা কার্যত খুন হয়ে গেছে
প্রহরীদের লাশ দিয়ে পৃথক কবর হয়নি,
পারমানবিক ধোঁয়া ছড়িয়ে গেল চারপাশে
বিভৎসভাবে গলধঃকৃত হল হাত পা নাক মুখ
আপাদ শরীর
পেটের ভেতর ঢুকে বাচ্চা খেয়ে নিল
ছুটন্ত শিশুদের দুমড়ে মুচড়ে বিকলাঙ্গ করে দিল
চিবুকের নিচে আধা হাত চামড়া
হাঁটুতে থলথলে মেঘ
চোয়াল জুড়ে মাড়ি, এক চোখা লোক
হাত নেই, পা নেই,
চোখ ছাড়া, নাক ছাড়া, ঠোঁট ছাড়া
ল্যাংচায়, হামাগুড়ি দেয়
আদতে ওদের ছিল না প্রাণ
শুধু আবিশ্যিক গরর গরর, যেন একপাল নেকড়ের গরর গরর
আবদ্ধ দেয়ালের ওপাশে
বিকৃত শরীর মস্তিষ্ক নিয়ে আত্মায় বসে গেছে
তারা আর মানুষ নয়
মানুষ নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।