আমাদের কথা খুঁজে নিন

   

বলেনতো এই ফলের নাম কি?? (এইটা একটা জৈব উত্তেজনামূলক পুষ্ট, লুকজন দেখি ফলফ্রুটে ব্লগ ভাসায়, আমি এর মধ্যেই একটু রগর করলাম।)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আমাদের রাজনীতি ভরিয়া গিয়াছে এই ফলে। এটি একটি ঐতিহ্যবাহী ফল। দীর্ঘদিন চোখে দেখা হয় নাই।

তবে রাজনীতিতে এই ফলের নাম শুনিয়াছি অনেক। ব্লগেও অনেক ছাগুকে চিহ্নিত করি এই ফল দিয়া। এই ফলটির নাম মাকাল ছবির রেফারেন্স, আমার এক ছোট ভাই বান্দরবান থেকে ঘুরে এলেন। তার হাতেই তোলা। একটি সৌন্দয্যমূলক মাকাল ফল এর লিংক দিছিলাম কিন্তু কাজ করে না।

তাই সরায়া নিলাম। থুক্কু পচ্চা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।