দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
১.
ভোর বেলাতে সূর্য যখন
ছড়ায় প্রথম আলো,
হৃদয় মাঝে ডেকে উঠে-
জ্বালো আগুন জ্বালো।
২.
তোমার মনের হার্ডড্রাইভে
করছি ডাটা এন্ট্রি,
বন্দী আমি জেলখানাতে
তুমি তাতে সেন্ট্রি !
৩.
রবি ঠাকুর, লালন ফকির
সবার গানই ফেল,
গান ও প্রানের উর্দ্ধে তুমি
নিজেই মটার শেল।
৪.
মনের মাঝে আগুন ছিল
অশ্রু দিল নিভিয়ে,
বাকি ছিল হৃদয়টুকুন
সেটাও খেলে চিবিয়ে। ।
৫.
চোখের তারায় ঝিকিমিকি
ঠোঁটে গর্ব, হাসি....
কি সুখ পেলে আমায় মেরে?
ওগো সর্বনাশী। ।
৬.
মারো আমায় আশ মিটিয়ে
যেটা খুশি কর্গে,
আমার শোধ তুলব আমি
পরকালে স্বর্গে। ।
প্রথম প্রকাশ: উন্মাদ, ২০০৩।
দ্বীতিয় প্রকাশ আলপিন এবং ভিমরুল।
উৎসর্গঃ আমার খুব প্রিয় ক'জন ব্লগারঃ
ঘুড্ডির পাইলট, আরমান, শায়মা আপু, বন্ধু ফারাহ দিবা জামান, তানিয়া হাসান খান, বন্ধুরাতজাগা পাখি, আমার একমাত্র চাচা চেয়ারম্যান০০৭,রোমান সৈনিক, জেমস বন্ডু,স্বর্না, ইসরা০০৭,শ্রাবন জল, নিলঞ্জন, রাতুল শাহ স হ আরো অনেকে।
বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য, কারো জীবনের সাথে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনতো পাগলে কিনা বলে। শুভকামনা সবার জন্য।
কথা হবে, দেখা হবে আগামি কোন রম্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই সব সময়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।