আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় ব্লগারঃ সমাধান দিন



আমার ল্যাপটপটিতে যে উনন্ডোজ ব্যবহার করছি তা আজ সকাল থেকে যে ম্যাসেজ দেখাচ্ছে (ইউর উনন্ডোজ ৭ বিল্ড ৭৬০০, দিজ কপি অফ উনন্ডোজা ইজ নট জেনুইন) তখন আমি উনন্ডোজ আপডেট দেই। কিন্ত আপডেট হওয়ার পর ইনস্টল হওয়ার সময় দেখাচ্ছে আমার সি ড্রাইভে যথেষ্ট জায়গা নেই। আমি মাইক্রোসপট অফিস সহ আরো দরকারী প্রোগ্রাম মুছে জায়গা খালি করে দেই। কিন্ত সম্পূর্ণ আপডেট ইনস্টল না হয়ে রিস্টার্ড নেয় এবং সি ড্রাইভ রেড সিগনাল দেখাচ্ছে জায়গা কম থাকার জন্য। সমসা হচ্ছে আমার হার্ডডিস্ক ৬০ গিগা, প্রতি ড্রাইভে ১৫ গিগা করে মোট ৪ ড্রাইভে বিভক্ত।

এখন আমি চাচ্ছি দুইটি ড্রাইভ এক করে সি ড্রাইভের জাযগা বাড়াতে। আমার উনন্ডোজ অরিজিনাল সিডিটি নেই। তবে ল্যাপটপের নিচে সিডি কি স্পষ্ট করে এখনও লেখা রয়েছে। এ অবস্থায় আমাকে উপযুক্ত পরামর্শ দিন। আমি চাচ্ছি এমন কোন সফ্ট ওয়্যার দ্বারা উনন্ডোজ রিমোব না করে শুধ সি ড্রাইভের জায়গা বাড়াতে।

আর উনন্ডোজ আপডেট না নিলে কোন সমস্যা হয় কিনা? কারণ আপডেট নিলে সি ড্রাইভে জায়গা ক্রমে কমতে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.