আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেকে না-বলা রূপকথা

http://joyodrath.blogspot.com/

তোর বার্থডে কেকের ’পরে দাতাসংস্থার শাদা ছাতা মা দূর অভিবাসী মন বাবা এক রুগ্ন করদাতা উহাদের সিভিল বিবেক ভেদ-বিভেদের মনোগ্যামি তুই তার মূর্ত মশকরা তারা তোর হাসির আসামি বাকি সব টেলি-রিয়েলিটি প্রেম, দেনমোহরের ডিউ লোন তুলে মাইক্রো ক্রেডিটে তোর মাকে বলি, লাভ ইয়্যু! বলি ভেঙ্গে, ইনস্টলমেন্টে ডেডলাইনের আগে-আগে কর্পোরেট প্রতিভাসমেত সেও শোনে সহজ বিরাগে ভোরে হাহাকার, দুপুরে বার্গার রাতে ফিরে দেখি তোর জ্বর ভাবি, এই চুপসানো গ্রহে কেন যে জন্ম হল তোর! থরথর থার্মোমিটারে তার-ই পাঠ, পারদ-আলাপ মাপছে মা ফারেনহাইটে আর সেন্টিগ্রেডে কাঁপে বাপ! ২০০৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।