আমাদের কথা খুঁজে নিন

   

দেশের রাজনীতি: বানর ও শেয়ালের কেচ্ছা

সকল অন্ধকারের হোক অবসান

দুই বানরে চুলাচুলি। পিঠা ভাগাভাগি নিয়া। কেউ কাউরে বিশ্বাস যায় না। একটায় তুই বেশী নিছস, আরেকটায় কয়, তুই চিটারি করছস। এখন উপায়? দুই বানরে ঠিক করলো তারা পণ্ডিত শেয়ালের কাছে যাবে।

গেলো। শেয়াল দাড়িপাল্লা নিয়া বসলো পিঠা ভাগ করতে। একটু মাপে আর একটু মুখে দেয়। বানরদ্বয় বলে- আরে তুমি পিঠা খাও ক্যান? শেয়াল বলে- আরে একজনের ভাগে একটু বেশী পইরা গেছে, খাইয়া সমান করলাম। বানরদ্বয় জুলজুল করে তাকিয়ে থাকে।

একসময় মাপা শেষ হয় কিন্তু পিঠার পুরাটাই তখন শেয়ালের পেটে। বানরদ্বয় বোঝে কি ভুলটাই না তারা করেছে। ওদিকে, শেয়াল হাত চাটতে চাটতে মহাসুখে বনের ভেতর চলে যায়। যাইহোক এ গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে ফেললে পাওয়া যায়: শেয়াল: তত্ত্বাবধায়ক সরকার দুই বানর: আ.লীগ এবং বিএনপি পিঠা: ক্ষমতা ক্ষমতার পিঠা কি শুধু শেয়াল, বানরের জন্য? সাধারণ মানুষ কি পিঠা খাইবো না? সংবিধানে তো আছে জনগণই সকল পিঠার (ক্ষমতার) উৎস, তাইলে? যারা পিঠা সাপ্লাই দেয়, তারাই পিঠা খাইতে পায় না। এইটা তো অন্যায় না, মহা-অন্যায়।

কি বলেন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.