আমাদের কথা খুঁজে নিন

   

মেয়াদোত্তীর্ণ



অনেক দেরীকরে শুরু করেছিলাম বলে, একেবারে হন্যে হয়ে তোমাকে খুঁজলাম। সময় শেষের ঘন্টা জানিয়ে দিল, আমি বরাবরের মতই অসময়ে লড়লাম। ওপাশে কারা যেন চিৎকার করছে, ওরা লড়ছে, সময় থাকতে লড়ছে অধিকার নিয়ে। অধিকার তো কেবল বিজয়ীর মুকুটের পালক! অন্য কোন সময় হলে ভাবতাম, ওদের একটু ভালবাসা শেখাই গিয়ে। অন্যরকম এসময়টাতে শুধু ভাবি, কি হবে মেয়াদোত্তীর্ণ ভালবাসা শিখিয়ে? ***এটা ছাপানোর জন্য একবার যশোর থেকে বেরোনো একটা লিটল ম্যাগে দিয়েছিলাম। বেরিয়েছিল কিনা জানি না। এক বন্ধু অনেকটা জোর করেই নিয়েছিল এটা। ওখানে কি ছদ্মনাম ব্যবহার করেছিলাম সেটাও মনে নেই! লিটল ম্যাগটার নামও জানা হয়নি, হাতে পাওয়াতো পরের কথা! ওটার সাথে সামান্য হেরফের হতে পারে, কারণ যেটাথেকে এখন লিখছি সেটা ওটার ড্রাফ্ট। যেটা পাঠিয়েছিলাম সেটার কোন কপি আর আমার কাছে নেই।*** আশাকরি খারাপ লাগবে না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.