যাও, যদি একটু ছুঁয়ে যেতে, যদি দিয়ে যেতে এতটুকু স্পর্শের ঘ্রাণ
যদি ভালোবাসা চোখে একবার চোখ ভরে দেখতে __
এই খুদে জীবনে অগাধ অনুভব পেতাম।
ভালো না বাসো, যদি ভালোবাসার ভাণও করতে, পাশে বসে বলতে রূপকথাকাহিনী রহস্যময় গল্প।
__এইু দুঃখগুলো আমাকে কুরে কুরে খেতে পারতো না।
যাও, যাবার বেলায় যদি একবার চোখ ভরে দেখে যেতে আমার মন
যাও, যদি ভেবে যেতে কী করে কাটবে আমার দিনগুলি
যাও, যদি জানতে আমি এখনো তোমাকে ভেবে রাত্রি ভোর করি__আমার কোনো কষ্ট হতো না।
তোমার ছিলো ভলোবাসার ভরপুর পৃথিবী
তোমার ছিলো ভোরের নির্মল পবনের শিহরণ
তোমার ছিলো বেঁচে থাকার ফুরফুরে আনন্দের মূলধন
আমাকে দেবার তোমার কত কিছু ছিলো।
আমি লজ্জামাখা চোখে কতদিন তোমাকে দেখতে চেয়ে দেখতে পারিনি
আমি কতদিন তোমাকে বলতে গিয়ে বলতে পারিনি
আমি কতদিন তোমাকে দিতে গিয়ে ফিরে এসেছি।__তবু সব বুঝেছিলে, তবু দাওনি এতটুকু।
আজ মনে হয়, মেয়াদোত্তীর্ণ ভালোবাসাগুলো তুমি কী করেছো ?
১৭.০৩.২০১৪
মেয়াদোত্তীর্ণ ভালোবাসাগুলো তুমি কী করেছো ? //
শাফিক আফতাব //
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।