নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
আমাদের চুক্তি শেষ হবার দিন পনেরো আগে -
তুমি একবার মনে করিয়ে দিয়েছিলে আমাকে;
আমি প্রায় ভূলেই গিয়েছিলাম নতুন নবায়নের এ তারিখ।
আমাদের চুক্তির মেয়াদকাল এক বছর,
সুখ-দু:খের হিসেবের ভাগাভাগিতে -
ভালবাসার বছরগুলো কেমন জানি খুব দ্রুতই ফুরিয়ে যায় !
কতগুলো চুক্তি হলো, জানা আছে ?
হিসেব করে রাখনি ? কেন ?
বছর বছরই তো করছো এ ভালবাসার দলিল পত্র।
তুমি আর আমি, আবদ্ধ ভালবাসার চুক্তিপত্রে,
শুধু এ প্রত্যয়ন পত্র ছাড়া আর আছে কি কিছু ?
অথচ আজও, আজ অবধি, ততবধি -
মেয়াদোত্তীর্ণ ভালবাসায়ও আমি খুজেঁ যাবো তোমাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।