একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
হ্যা, আমাদের মুকুল ভাই। উনার কবিতা পড়ে নাই এমন কেউ এই ব্লগে নাই। সবসময় হাসিখুশি এই লোকটা আমার একজন অতিপ্রিয় ব্লগার। কবিতার কথা বাদ দিলে, উনি মাঝে মাঝে খুব মজার কিছু পোস্ট করেন যাকে ১ম মাত্রার হাস্যরস বলে বিবেচনা করা যায় (কথাটা গুছিয়ে লিখতে পারতেছি না, আপনারা বুইঝা নিয়েন )বিশেষ করে মুক্তিযুদ্ধ আর রাজাকারদের বিরুদ্ধে উনার সাহসী পদক্ষেপ আমাকেও প্রতিবাদী হতে অনুপ্রানিত করে।
যাই হোক, আমার ব্লগে প্রথম প্রথম যারা আসতো তাদের মধ্যে মুকুল ভাই অন্যতম।
মন খুলে উচিত কমেন্ট করতো বলে তারে আমি আজো ভালা পাই
চলেন, মুকুল ভাই সম্পর্কে কিছু জানি......
"আমি খুব সাধারণ একজন মানুষ। এত সাধারণ যে কারো চোখেই পড়ি না। পছন্দ করি সত্য পথে চলতে। সত্য অন্বেষণ করতে। মা বেঁচে আছে তাই এখনো পথ চলার প্রেরণা পাই।
থাকি নোয়াখালীতে। একেবারেই প্রান্তিক একজন মানুষ..." (Facebook হতে)
"আমি যেন সেই লোকশ্রূত ল্যাজারাস;
তিন দিন ছিলাম কবরে, মৃত।
পূনর্জীবনের মায়াস্পর্শে আবার এসেছি ফিরে পৃথিবীর রোদে।
পোশাকের জেল্লা তবু পারেনা লুকোতো কোন মতে
বিকৃত দেহের ক্ষত,
লোবানের ঘ্রাণ সহজেই মিলিয়ে যায় প্রাক্তন শবের গন্ধে,
নীল আঙ্গুলের প্রান্তে বিদ্ধ তিনটি দিনের ক্ষমাহীন অন্ধকার। " (সামহোয়ার থেকে)
উনি কাজ করছেন প্রাথমিক শিক্ষা বিষয়ক গবেষণা ও অধিপরামর্শ, নোয়াখালিতে।
সম্প্রতি প্রোফাইল ফটো চেন্জ করলেও আগের সানগ্লাস পড়া ডানদিকে তাকানোর ফটোটা বেশি জোস ছিলো
মুকুল ভাইয়ের ব্লগ : Click This Link
আর না, চলেন, সবাই মিলে উনার জন্য দোয়া করি। উনি যেন জীবনে সুখী হন আর আজকের এই দিনে যা চান তাই যেন পান
মুকুল ভাই, শুভ জন্মদিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।