আমাদের কথা খুঁজে নিন

   

আপডেটঃ রাত ১১টা (০৭ ফেব্রুয়ারী) কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাঁসির দাবিতে ফুঁসে উঠছে সমগ্র সিলেটঃ এখন আর শুধু ঢাকা নয় সমগ্র বাংলাদেশেই শাহবাগ স্কয়ার

বোবা আর বোকার কোনো শত্রু নাই আপডেটঃ রাত ১১টা (০৭ ফেব্রুয়ারী) আগামীকাল দুপুর তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহা সমাবেশ। সমাবেশকে জনস্রোতে রূপ দিতে সবার একান্ত উপস্থিতি কাম্য। কি বলব একে জনসমুদ্র নাকি অন্য কিছু???? অনেস্টলি স্পিকিং আজ সাড়ে চারটায় চৌহাট্টা পয়েন্ট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছতে মাত্র আধা মিনিটের রাস্তা আমার বিশ মিনিট লেগেছিল। অম্লমধুর সমস্যায় সারাটা বিকেল থেকে রাত কেটেছে ট্রাফিক পুলিশের। সারা সিলেটে এককথায় জ্যাম।

এই জ্যাম যদি আরও কয়েক মাসও থাকে তারপরও আমি রাজী। আমাদের সবার একটাই প্রাণের দাবি রাজাকাদের ফাঁসি। আজ বিকেল ৪টা থেকে সিলেটের কর্মসূচি যথারীতি শুরু হয়। মুহুর্তেই জড়ো হয়ে যায় হাজার হাজার লোক। তিল ধারনের ঠাঁইটুকুও ছিল না।

একে একে যোগ দিতে থাকে সিলেটের সাধারন নাগরিক, অফিস ফেরত চাকুরিজীবি, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী। দর্শক শ্রোতা মাতিয়ে রাখতে গান, কবিতা পাঠ করে শোনান বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। একপর্যায়ে সমাবেশ স্থলে পৌঁছান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ আরো অনেকে। যদিও তাদেরকে জনগনের কাতারে নেমে বক্তব্য রাখতে হয়। জনরোশটা কেমন তাও এবার হাড়ে হাড়ে টের পেলেন দুই মন্ত্রীমহোদয়।

রাত বাড়ার সাথে সাথে জনস্রোত আরো বাড়তে থাকে। তবলা, হারমোনিয়ামের ঝংকারে মুখরিত হয়ে উঠে চারদিক। রাত ১০টার দিকে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র "আলবদর" প্রদর্শন করে শাবিপ্রবির ফিল্ম সংগঠন চোখ ফিল্ম সোসাইটি। আপডেটঃ বিকাল ৩টা (০৭ ফেব্রুয়ারী) এ মুহুর্তে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ''ডি'' বিল্ডিংয়ের সামনে রাজাকারদের ফাঁসির দাবীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে অংশগ্রহন করছে শাবির অন্যতম সংগঠন শিকড়, রিম মিউজিক্যাল ক্লাব, সাস্ট ডিবেটিং সোসাইটি, মাভৈঃ আবৃতি সংঘ সহ আরো অনেকে।

শাবির শিক্ষকদের পক্ষ থেকে সকল সাধারন ছাত্র-ছাত্রীদের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আপডেটঃ বিকাল ২টা (০৭ ফেব্রুয়ারী) ঠিক দুপুর ১২.৩০ এ শাবিপ্রবির শিক্ষক সমিতির আয়োজনে বিশাল মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। শাবির ইতিহাসে এত বড় মানববন্ধন এবারেই প্রথম। এরপর বের হয় প্রতিবাদ র‌্যালি। মাইকের তালে তালে শ্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস।

র‌্যালিটি গোলচত্বর হয়ে আখালিয়া প্রধান সড়ক পর্যন্ত ঘুরে আসে। এরপর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থী ও বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা। আপডেটঃ রাত ১০টা (০৬ ফেব্রুয়ারী) ঠিক এ মুহুর্তে "চোখ ফিল্ম সোসাইটি" মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র দেখাচ্ছে। এখনো প্রায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাজারো মানুষের ঢল। বিশেষ কারনে আজ রাত ১১টার পর কর্মসূচি বন্ধ করা হয়েছে।

আগামীকাল বিকাল ৪টায় আবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নতুন কর্মসূচি ঘোষনা করা হয়েছে। তাছাড়া আগামীকাল দুপুর ১২.৩০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। সিলেটের সর্বস্তরের জনগনকে সেখানে যোগদানের বিশেষ অনুরোধ করা গেল। . সন্ধ্যা ছয়টার দিকে তোলা একটি ছবি। কত মানুষ হতে পারে আনুমানিক??? ডঃ সুশান্ত কুমার দাশ, ডঃ মুহম্মদ জাফর ইকবাল স্যারসহ শাবির প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

আরো চমৎকার কিছু ছবি দেখতে ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয়ের এ পোস্টটি ঘুরে আসতে পারেন। বিক্ষোভে উত্তাল সিলেট, হাজারেরও বেশী জনতার ঢল !! ( ফটো ব্লগ ) আপডেটঃ বিকাল ৫টা (০৬ ফেব্রুয়ারী) এই মুহুর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের চৌহাট্টা পয়েন্টের রাস্তা অবরোধ করে সিলেটের সর্বস্তরের শত শত মানুষ জড়ো হয়েছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি করে দর্শক মাতিয়ে রাখছেন সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। আজ সারা রাত প্রতিবাদ কর্মসূচি চলবে। সন্ধ্যা ৭টায় রাস্তা " মুক্তির গান " প্রচার করবে শাবিপ্রবির অন্যতম সংগঠন "চোখ ফিল্ম সোসাইটি"।

আপডেটঃ বিকাল ৪টা (০৬ ফেব্রুয়ারী) এই মুহুর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শতাধিক মানুষ। আরো মানুষ এসে জড়ো হচ্ছে। শাবির সাধারন শিক্ষক শিক্ষার্থীরাও যোগ দিচ্ছে। শিক্ষকরা পায়ে হেঁটে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শাবি থেকে চৌহাট্টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছাবেন। আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের কিছু খন্ড চিত্র।

১) সাধারন ছাত্রছাত্রী এবং শিক্ষকরা জমায়েত হয় শাবির "ডি" বিল্ডিংয়ের পেছনে। সাথে আছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ার বিভাগের অধ্যাপক ডক্টর মুহম্মদ জাফর ইকবাল। ২) সাধারন ছাত্রছাত্রীদের ব্যানার "জামাত শিবির রাজাকার এ মুহুর্তে বাংলা ছাড়"। ৩) ছাত্রছাত্রীদের আন্দোলনের সাথে একাগ্রতা ঘোষনা করে বক্তব্য রাখছেন শাবির সাবেক প্রক্টর প্রফেসর ডঃ সাইফুল ইসলাম। ৪) রক্ত দিয়ে প্রতিবাদ জানাচ্ছে একজন শিক্ষার্থী।

৫) শাবি ছাত্রলীগের রক্ত মিছিল ৬) রক্ত দিয়ে শাবির মুক্তমঞ্চে লেখা হয় "রাজাকারের ফাঁসি চাই"। ৭) রাজাকারের প্রতিকী কুশপুত্তলিকা দাহ। ৮) রক্ত দিয়ে লেখা হচ্ছে রাজাকারের ফাঁসি চাই। আরো ছবি আপলোডিত হচ্ছে...... সিলেটের অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠানের আন্দোলনের ছবি পেলেই সংযুক্ত করা হবে। আর একটু পরে ঠিক ৪টায় সিলেটের কেন্দ্রিয় শহীদ মিনারে সর্বস্তরের জনগন, ছাত্র-শিক্ষক সবাই জমায়েত হচ্ছে।

নিউজ আপডেট করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রোগামের সা্থে একাগ্রতা প্রকাশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, ওসমানী মেডিক্যাল সহ গুরুত্বপূর্ণ সকল শিক্ষাপ্রতিষ্ঠান। কেন্দ্রীয় শহীদ মিনারে দাবী পূরন না হওয়া পযর্ন্ত একটানা আন্দোলন চলবে। তাই সবাই ঐভাবে প্রস্তুতি নেয়ার আহবান করছি। পাশাপাশি সিলেটের সকল সাধারন জনগনের মাঝে খবরটি পৌঁছে দেয়ার অনুরোধ থাকছে।

সন্ধ্যা ৭.০০ এ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল রাজাকারদের ফাঁসির দাবির সাথে একাত্মা ঘোষণা করে Chokh Film Society তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তির গান এর প্রদর্শনী হতে যাচ্ছে। আগামীকাল শাবির শিক্ষকরা ১১.৩০ মিনিটে বিক্ষোভ কর্মসূচীর ঘোষনা দিয়েছেন। প্রফেসর ডক্টর মুহম্মদ ইউনুস উক্ত অনুষ্ঠানে সবাইকে যোগদানের আহবান জানিয়েছেন। কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসীর দাবীতে লাগাতার প্রতিবাদ কর্মসূচির সিলেটের ফেসবুক লিংক আমরা সকল ব্লগাররা আজ সারা রাত শহীদ মিনারে থাকছি। আপনি থাকছেন তো??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.