বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
মিথিলা নাটকের রচয়িতা রুবেল নামক এক ব্লগার। যেহেতু মেয়েদের ব্লগে হিট বেশী হয় সেহেতু মিথিলা নামক ব্লগের জন্ম দেয় রুবেল। তার নিজের ব্লগতো আছেই।
শুরু হলো মিথিলার ব্লগানো।
কি এক অসূখ হয়েছে তার। বেশী দিন হয়তো বাচবেনা। নিউইয়কে হাসপাতালে বেডে শুয়ে বসে পোষ্ট দেয়। তার খুব কষ্ট হচ্ছে কিংবা সে একটা কবিতা লিখেছে কিংবা বাইরে খুব বৃষ্টি হচ্ছে (যদিও সামারে সেই সময় বৃষ্টি হয়না)।
আর ব্লগে সবাই বেচারীকে সমবেদনা জানায়।
বেচে থাকার উৎসাহ যোগায়। (আর আড়ালে রুবেল হাসে সবাইরে বোকা বানাচ্ছে ভেবে)। হিটের উপর সুপার হিট ব্লগ।
কিছুদিন এইরকম চলার পর রুবেল নিজেই পোষ্ট দিতে থাকে মিথিলার জন্য দোয়া চেয়ে। কয়েকদিনপর তার অপারেশান হবে।
সবাই দোয়া দিয়ে ব্লগ ভরিয়ে ফেলে।
এরকিছুদিন পর রূবেল মিথিলা মারা গেছে খবর জানিয়ে একটা পোষ্ট দেয়। আর ব্লগের সবাই অবিশ্বাস্য এইখবর মেনে নিতে পারেনা। বলাবাহূল্য ব্লগে এটাই প্রথম কোন ব্লগারের মৃত্যু র সংবাদ। রুবেলের কাছে বিস্তারিত জানিয়ে অনেকেই পোষ্ট দেয়।
। রুবেল শুধু জানায় সে এরবেশী কিছু সে জানেনা।
এরপর ব্লগ ভরে কান্নার রোল। নতুন পুরাতন সবাই মিথিলাকে নিয়ে পোষ্ট দিতে থাকে। এমনকি যারা তার ব্লগে কখনও ঢুকেনাই তারাও পোষ্ট দিয়েছিলো।
এই ভাসমানও বাদ যায়নি। সবার রিকোয়েষ্টে তার ব্লগ স্টিকি করা হলো।
দুইদিন ধরে ব্লগের দশ পৃষ্টার মাঝে মিথিলা ব্যতিত অন্য কৈান পোষ্ট ছিলোনা।
সহসা মডারটর খুজে বের করলেন যে মিথিলার সব পোষ্ট বাংলাদেশেরই কোন আইপি হয়েই পোষ্ট হয়েছে। সবাই বোকা বনে গেলো এই খবরে।
তারপর আরকি................
রুবেলই তার দোষ স্বীকার করে পোষ্ট দিলো।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।