আমাদের কথা খুঁজে নিন

   

মিথিলা মাইথোলজি!

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

মাইথোলজি সাথে মিথিলার মিল রয়েছে। হয়তো মাইথোলজি থেকেই মিথিলা শব্দটি এসেছে। হয়তো সেজন্যেই আমাদের এই অবস্থায় আনার জন্যেই এই নামটি নেয়া হয়েছে। মিথিলা নামের এক মাইথোলজিক্যাল চরিত্র নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে আমাদের। সকালে ব্লগ খুলে খবরটি পড়েই থ' হয়ে যেতে হলো।

তবে মন খারাপ হয়নি একেবারেই, বরং আনন্দই পেয়েছি। যেমনভাবে আমাদের সবাইকে নাকানি চুবানি খাওয়ানো হলো, তার ভেতরে যতটুকু শিল্পসম্ভার, তার ব্যাবহারের প্রক্রিয়ায় যতটুকু মুন্সীয়ানা, আর ঘটেছেও এই ভারচ্যুয়াল জগতে, সেটা ভেবে হেরেও আনন্দ পেয়েছি ভীষন। আমাদেকে অতি সাবধানে ধীরে ধীরে মিথিলা কাইমেঙ্ েএনে জড়ো করে শেষ টোকাটি দেয়া হয়েছে। মিথিলার লেখাগুলো খারাপ নয় ও আমাদের ভেতরে মাইথোলজিক্যাল রচনা হিসবেইে টিকে থাকবে। শুধু শেষ প্রশ্ন: রাগ ইমন, সারিয়া সহ সবাই যারা মিথিলার সাথে কথা বলেছেন, আপনারাও কি মাইথোলজিক্যাল চরিত্র? থাকলে আগে ভাগেই সাবধান হয়ে যান।

ন্যাড়া দু'বার বেলতলায় যায়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।