জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....
আবির ছড়ানো বিকেলের স্নিগ্ধ আলোয়
নিজেকে নিয়ে হারায় অচেনা পথের শেষে,
আমার কষ্ট হলেও আমি হেঁটে যায়
অনন্ত কালের পথে। তুমি এসে দেখে যাও।
পাখিদের দেখি স্বপ্নের ভীড়ে
কখনো সোনালী ধানের শীষে একটু শিশির বিন্দু।
স্নেহের বাঁধন হারায় শিশুর হিয়া
রাখালের বাঁশি সুর ফিরে পায়
কৃষাণ বধুয়া ঘোমটা তুলেছে লজ্জায়।
আমি দুর হতে দেখি চেয়ে চেয়ে,
পাখিদের দল নীড়ে ফিরে আসে
বেদনার বাতাস হয়ে ওঠে ভারি;
আমার হৃদয়ে জাগে স্মৃতির পাহাড়
লজ্জায় উঁকি দেয় পশ্চিমের সূর্য,
আবির ছড়ায় নীলাকাশ ছুয়ে।
আমার কষ্টের রাত বাড়ে, স্নন্ধ্যা ঘনায়।
হাজার কষ্টের ভীড়ে আমি খুঁজি
জীবনানন্দের মতন, কোন পাখি নয়তো
হৃদয় গভীরে লালন করি
আমার কবিতার বনলতা সেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।