আমাদের কথা খুঁজে নিন

   

তোমায় ছাড়া এলোমেলো সারাবেলা - ২

আল বিদা

সারাদিন তোমায় ভেবে হলোনা আমার কোন কাজ হলোনা তোমাকে পাওয়া দিন যে বৃথাই গেল আজ। তাহাকে নিয়ে অবিরাম ভাবি। আমার এ মন এখনও ব্যাকুল হয়। আমি আমাকেই বুঝতে পারি না। কখনও নিজেকেই ডবল পার্সোনালিটি মনে হয়।

আমি মিথুন রাশির মানুষ। এই রাশির নাকি কিছু প্রবলেম থাকে। আমি আমার এক মনে একটা কিছু চাই, আবার অন্য মন অন্য কিছুর জন্যও আনচান করে। যতই দূরে যাই ততই এর প্রভাব বাড়তে থাকে। অনেকটা জেনে শুনে বিষ পানের মত।

কোন এক বয়সে কোন একজনের জন্য মন যে ব্যাকুল ছিল পরবর্তীতে তা কমে। হটাত হটাত তার কথা মন পড়ে। যদিও সে এখন বাস করে অন্যের ঘরে তবুও ........................... সে ভাল থাকুক................ (ছবি : ব্লগার মাথামোটার কোন এক পোস্ট থেকে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।