আমাদের কথা খুঁজে নিন

   

ভিডিও চিত্রে কবরের আজাবঃধর্ম ব্যবসার এ এক নিঃকৃষ্ট নমুনা (YOUtube link সহ)

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

আজরাইল (আঃ) কিভাবে জান কবজ করবেন,কবরের ভিতর কিভাবে আজাব হবে,হাসরের দিন কিভাবে বিচার হবে এসব কে কাল্পনিক ভিডিও চিত্রে ধারন করে বাজার জাত করা হয়েছে। বিভতস এসব ভিডিও দেখে যে কোন দুর্বল চিত্তের মানুষ অসুস্থ হয়ে যে তে পারে। সেই সাথে ইসলামিক দৃষ্টি কোন থেকে কোন ফেরেস্তা ও নবী কে চরিত্র দান করে কোন ছবি বা অনুরুপ কিছু করার অনুমতি নেই। কিন্তু এই সেই ধর্ম ব্যবসাইয়ী রা যারা লালনের মুর্তি ভেঙ্গেছে,তারাই আজরাঈল (আঃ) কে কালো কাপড় পরা ভুতের মত করে উপস্থাপন করেছে ভিডিও তে,সাধারন কাঁচি দিয়ে সে কিভাবে জান কবজ করে তাও দেখিয়েছে!!! মুলত এটি ইউরোপে নির্মিত ভিডিও,কিন্তু বাংলাদেশে এটি আমদানি ও বাংলা ডাবিং করেছে মাল্টি মিডিয়া পিসি নামক প্রতিষ্ঠান। এমন আরো অনেক গুলি ভিডিও বাজারে আছে সেগুলি বাজারে ছেড়েছে সৃজন স্পন্দন সোনালি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

মাল্টি মিডিয়া পিসি সহ এদের অনেক গুলিই কাঁটাবন মসজিদ মার্কেটে অবস্থিত ও জামাত দ্বারা পরিচালিত। ****বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব হাফেজ মওলানা মুফতি নুরুদ্দিন এমন কাজ ইসলাম পরিপন্থি বলে মত দিয়েছেন। *** ইসলামি ঐক্যজোতের মুফতি আমিনি বনেছে “এটা শরিয়ত বিরুধি। মিডিয়াতে এটা আরো ব্যাপক ভাবে আসা উচিত । তখন আমরা এটা নিয়ে আন্দোলনে যাব” আমীনির কথাটা আবার পড়ুন!!! উনার কথাতেই স্পস্ট,উনি এটাকে ইসলাম বিরুধি মানলেও যেহেতু মিডিয়া একে ভালো করে কাভারেজ করছে না তাই তারা এর প্রতিবাদে আন্দোলনে আপাতত নামছে না!!!কারন সবই লোক দেখানো,আর মিডিয়া না থকলে তাতে গিয়ে লাভ কি?মানুষ কে তো দেখানো যাবে না,যে তারা ইসলামের জন্য দিল দড়িয়া!!! আর জামাত তো এসব প্রতিষ্ঠান চালিয়ে ব্যাবসা করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেই যাচ্ছে।

ধিক এসব ধর্ম ব্যবসায়িদের! you tube: http://www.youtube.com/watch?v=KGRPWzZbfyY

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.