ভালো আেছন তো
কত দিন পরে দেখা হল, বলতে পারো ? তোমাকে না দেখার জালা, না না , সে তুমি বুঝবে না । সে দুৃখ টুকু না হয় আমারি ভেতরে আরো ঘনিভুত হোক । সেই কবে শেষ বার দেখা হয়েছে, মনে আছে তোমার? তুমি খুব কাদছিলে আমাকে শেষ বারের মতো আপন করে পাবার জন্য । বড় বেশি করে চাচছিলে । আবার আজ এই ইসটিশনে দেখা ।
কতোটা রাসতা পারি দোয়া হয়েছে তোমার আমার ! কতটা রাত কতটা ভোর চলে গেছে । পার হয়ে গেছে হাজার রবি র উদয়, এ কসটের দুনিয়ায় । কেবোল তুমি ই ছিলে না , আর সব ই ছিলো । আজ মেঘের পরে মেঘ জমে আছে আকাশে । গুমট কাননার হাতছানি ।
মেঘ, তুই আজ বুক ভরে কাদিস । লুকাবি না কিছুই । কত গান কত সুর সব ই হারিয়েছি । তাই বউঝি আজ আকাশের সব মেঘ , মিতালি করেছে আমারি সনে । চাপা চাপা কসটের সুর গুলো দানা বাদছে বুঝি ।
কত কিছু ই না বলতে ইছছে হয়েছিলো । হলো না কিছুই । তুমি কি শুনত পাছছো আমার এ সুর ? এ দুনিয়ায় সনাই তো একা । কারো কেউ না ই । সবাই একা ।
। । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।