অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
বাপ্পার এ গানটা সেদিন শুনছিলাম। যতটুকু মনে আছে তুলে দিলাম। ভুল-টুল আছে মনে হয় ।
কতটুকু দুরে যাবে এক আকাশে
আকাশ কি বড়, নাকি এ হৃদয়?
থেকে যাও কিছুক্ষণ
ভালো হয়ে যাবে মন
এ হৃদয় আকাশের চেয়েও বড়।
চলে যাওয়া মানে নয়
নিয়ে যাবে সব কিছু
আরোও বেশি ফেলে যাবে তার পিছু
ফেলে যাবে
পুরো
এ হৃদয়..।
তুমি দেখ একটি চাঁদ
সেই চাঁদের আল্পনা
হৃদয়ে হাজারও চাঁদ দেখছো না!
থেকে যাও,
খুঁজো,
এ হৃদয়...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।