যা কিছু ভাল লাগে
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল ধরনের অনলাইন ফ্রিল্যান্সারদের একই প্লাটফরমে নিয়ে আসার উদ্দেশ্যে গঠন করা হয়েছে ফ্রিল্যান্স ফেস্ট (Freelance Fest) নামে একটি অনলাইন ফোরাম। ফোরামটি গঠন এবং পরিচালনা করছেন আমাদের দেশী কয়েকজন সফল ফ্রিল্যান্সার। ফোরামটির ঠিকানা হচ্ছে - www.FreelanceFest.com
ফ্রিল্যান্স আউটসোর্সিং এ আগ্রহী যে কেউ এই ফোরামে অংশগ্রহণ করতে পারেন। ফোরামটি কেবলমাত্র বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য গঠন না করা প্রসঙ্গে একজন পরিচালকের বক্তব্য হচ্ছে, "ফ্রিল্যান্স আউটসোর্সিং এ একজন ফ্রিল্যান্সারকে বিভিন্ন দেশের ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগীতা করে একটি বিড জিতে নিতে হয়। তাই আমরা যদি এই ফোরামে অন্যান্য দেশের ফ্রিল্যান্সারদেরকে নিয়ে আসতে পারি তাহলে সফলভাবে ফ্রিল্যান্সিং করার জন্য তাদের মনোভাব এবং অভিজ্ঞতা জানতে পারব।
যা পরিশেষে আমাদের দেশী ফ্রিল্যান্সারদেরকেই প্রত্যক্ষভাবে সাহায্য করবে। তাই ফোরামটিতে এখনই রেজিষ্ট্রেশন করুন এবং ফ্রিল্যান্সিং সংক্রান্ত আপনার অভিজ্ঞতা, সমস্যা, সমাধান ইত্যাদি অন্য ফ্রিল্যান্সারদের সাথে শেয়ার করুন। "
ফ্রিল্যান্স ফেস্ট ফোরামকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে, বিভাগগুলো হচ্ছে -
* General: এই বিভাগে ফোরামের নিয়মকানুন, ফ্রিল্যান্সিং শুরু করার উপায়, অর্থ সংক্রান্ত বিষয়বস্তু এবং অন্যান্য সাধারণ বিষয় নিয়ে ফ্রিল্যান্সারা আলোচনা করতে পারবে।
* Freelance Marketplace Supports: এই বিভাগকে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা পোর্টালের উপর ভিত্তি করে আলাদা ভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগে একটি অংশে ফ্রিল্যান্সারা তাদের পোর্টফোলিও এবং রেজ্যুমে সাবমিট করতে পারবে।
কোন বায়ার বা ক্লায়েন্ট ইচ্ছে করলে এই বিভাগে কোন প্রজেক্ট পোস্ট করতে পারবে।
* Project Supports: একটি প্রজেক্টের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই বিভাগকে প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট মার্কেটিং, গ্রাফিক্স, ডাটা এন্ট্রি, ব্লগিং, গুগল এডস্যান্স ইত্যাদি ভাগে সাজানো হয়েছে। কোন প্রজেক্ট সম্পন্ন করতে সমস্যা হলে ফ্রিল্যান্সাররা এই বিভাগগুলোতে তাদের সমস্যা বা সমাধান দিতে পারবে।
* Resources: ফ্রিল্যান্সিং এর জন্য প্রয়োজনীয় রিসোর্স এই বিভাগুলোতে পাওয়া যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।