..
তুমি শুধু মায়ালোকের কথা বলে গেছো
আমি ভেবেছি ওসবই বুঝি এই পৃথিবীর কথা।
এখন আর কোন ফুলের প্রয়োজন নেই
সাদা জমিনের উপর থোকা থোকা রক্ত-কমলের ছোপ;
সমস্ত কাফন ঢাকা পড়ে গেছে।
আরো ক'টি লাল গোলাপ রাখতে চাও?
চাও আরো তীব্র হোক এই রক্তিমাভা?
ফিরতে ইচ্ছে করে আরো একবার সেই স্বপ্নলোকে----
শ্যামল প্রান্তরে--সারারাত ঝরে পড়া শিউলির গালিচায়
মুক্তো-কণা-শিশিরগুলো
ভোরের প্রথম কিরণে-কেমন হীরক-মালার মতো জ্বলে ওঠে!
কুসুমের চুমকুড়ি মেখে নেয় প্রজাপতি;
অসীমের ঠিকানা খোঁজে বলাকারা।
ফিরতে ইচ্ছে করে।
প্রাণ-ভ্রমরের কৌটৌটি লুকোনো আছে পাতালপুরীতে।.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।