বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তারা বলছেন, কারাগারে অসুস্থ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে রিজভী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে আছেন। সেলের যে কক্ষটিতে তাকে রাখা হয়েছে, তা স্যাতসেঁতে। ওই কক্ষে তিনি একাই আছেন। সেজন্য চিকিৎসকদের কাছে কারাগারে ফিরে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
গত ৩০ নভেম্বর অবরোধের আগ মুহূর্তে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের ভেতরে ঢুকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
ফাইল ছবি
শাহবাগে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় যে মামলাটি হয়েছে সেই মামলার আসামি রিজভী।
কারাগারে থাকাকালে ডিসেম্বরের মাঝামাঝি অসুস্থ হয়ে পড়লে রাকসুর সাবেক এই ভিপিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে নিয়ে আসা হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিজভীকে ঝাউ ভাত ও তরল খাবার খেতে হয়।
পাকস্থলীর খাদ্যনালী সংকোচন জটিলতাসহ প্রোস্টেড গ্ল্যান্ডের উপসর্গসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।