আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো রং !

ইমরোজ

সেসব সময়ের কাছে দাঁড়িয়ে এক এক করে সময় যাচ্ছে, আমি তাকিয়েই আছি দর্পণে...আমাকে দেখি না, দেখি অন্যকোন মেঘে ঢেকে গেছে আমার শরীর। সারিবদ্ধ অনুভূতিরা একে একে এসে জড়ো হচ্ছে, আমার ভালবাসা নিস্তেজ চোখে তাকিয়ে রয়, যেন খুজে পাচ্ছে না কিছুই। ভাবি এতটাই সহজ ছিল এমনটা হওয়া, তবু বিশ্বময় গল্প ফেদে বসছেন কেউ, ধীরে ধীরে অচেনা পথের পরে দাঁড়িয়েছে মহাবৃক্ষ, চেনা জানা সব অলোকে হারিয়ে যায়। চেনা সুরের খোজে কিংবা অথৈ সাগরের স্পন্দন শুনে, ক্লান্ত শরীর তবু শুধু রঙ দেখে নেয়। যেখানে একদিন নীলের সাথে সাদা মিলে আকাশ ছোঁয়া যেত। বিষাদের বাষ্পে হারিয়ে যাওয়া পাখিও কেঁদে বলত, "কেন হাতকড়া পরাচ্ছ নিজেকে"? তবু দেয়ালে দেয়ালে আজ ভীষণ বিপ্লব করতে ইচ্ছে হয়। হয়তো ক্লান্তির শেষে উদ্যামতা কাজ করছে। তবু যখন দেখি নিজের ভেতরে পুরনো সবই রয়ে গেছে। বদলাবার কথা বলা তখন অর্থহীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।