আজ ১৭ বছর হতে চলল । আমাদের বাংলাদেশে আর একজন জন্মায়নি তার মতো । চলচ্চিত্র তখন এমন একজন গুনি অভিনেতাকে হারিয়েছিল , যার অভাব এখনও আমার হাড়ে হাড়ে বুঝতে পারি । একজন চলচ্চিত্রের নায়ক কতটা জনপ্রিয়তা অর্জন করলে মানুষ তার মৃত্যুশোক বছরের পর বছর জীয়ে রাখে । সালমান শাহ ছিল তেমনি একজন ।
প্রকৃতি এক সালমান শাহ এঁর অভাব পূরণ করেনি আজও । অনেকে চলচ্চিত্র আলোকিত করতে এসেছে কিন্তু শুধু সালমান শাহ এঁর স্থানটা এখনও কেও নিতে পারেনি আশা করি পারবেও না । মানুষ হারিয়ে বুজতে পারে কি হারাল সে । আমরা হারিয়ে বুজতে পারছি কি রত্ন আমরা হারালাম । কত পরিচালক এক সালমান শাহের ছবি দিয়ে নিজের একটা জায়গা করে নিয়েছে চলচ্চিত্র অঙ্গনে ।
সেই অঙ্গন এখনও হাহুতাশ করে শুধু তার জন্য । এই অভাব বাঙালি হয়ত আজিবন অনুভব করবে। আমাদের চলচ্চিত্রের রাজপুত্রের আজ মৃত্যু বার্ষিকী । যেখানেই থাক ভাল থেক জনমানুষের প্রিয় নায়ক সালমান শাহ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।