কত আর পালাই -
পালাতে পালাতে বহুদুর চলে এসেছি
আর পালাতে ভালো লাগেনা ।
প্রথম ঘর ছেড়ে পালিয়ে ছিলাম জৈন্তাপাহাড়ে
তার পর সীতাকুন্ড, চিম্বুক পাহাড়----
সাগর আর নদী পেরিয়ে হিমালয় ।
রাজস্হান-কান্দাহার ঘুরে ঘুরে
সাইবেরিয়ার হিমেল তুষারে কাটিয়ে শীতার্ত রাত
ইরান ,তুরান ঘুরে- একদিন সাহারার কড়া রোদে--
পুড়িয়েছি শ্যামল শরীর ।
তার পর ভুমধ্য সাগরের জলে ভেসে ভেসে --
মিশে গেছি সু-প্রাচীন ক্রিটে- এথেন্সে ,
হরপ্পা -মহেন্দ্রজারের গন্ধ বুকে খুঁজেছি-
সক্রেটিসের পদচিন্হ ।
পালাতে পালাতে গেছি বহু দুর
বার্সেলোনা-মিলান আর প্যারিসের ঝলমলে আলোর নীচে ।
পদ্মা মেঘনার জলজ ঘ্রান মুছে দিতে -
বার বার ডুব দেই টেমস আর রাইনের জলে
পিকাডেলি ,ম্যানহাটনে ঘুরে ঘুরে -বড় ক্লান্ত আজ,
আর নয় - এবার বসতে দাও অগ্রানের পাকা ধানে ,
মুছে দাও বোশেখের বৃষ্টি জলে -ক্লান্তি আর অবসাদ ।
আর পালাতে ভালো লাগেনা ---------------।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।